পদার্থ বিজ্ঞান-নবম-দশম
 
  1. Question: ধারক ব্যবহার করা হয়

    A
    রেডিওতে

    B
    টেলিভিশনে

    C
    রেকর্ড প্লেয়ারে

    Note: Not available
    1. Report
  2. Question: সরল ধারকের ক্ষেত্রে-

    A
    সমান্তরাল পাত দুটিকে ব্যাটারীর দুই প্রান্তের সাথে যুক্ত করা হয়

    B
    পাত দুটির মধ্যবর্তী স্থানে অর্ধপরিবাহী রাখা হয়

    C
    পাতগুলোতে জমাকৃত আধান ব্যাটারির বিভবের উপর নির্ভরশীল

    Note: Not available
    1. Report
  3. Question: ইঙ্ক জেট প্রিন্টারে রঙিন ছাপার জন্য কত রকমের রঙিন কালি ব্যবহার করা হয়?

    A

    B

    C

    D

    Note: Not available
    1. Report
  4. Question: ইঙ্ক জেট প্রিন্টারে এর পাতগুলোর বিভব নিয়ন্ত্রণ করে কোনটি?

    A
    একটি ব্যাটারি

    B
    একটি কম্পিউটার

    C
    জেনারেটর

    D
    তড়িৎ মোটর

    Note: Not available
    1. Report
  5. Question: ফটো কপিয়ারে ব্যবহৃত কার্বনের পাউডার কালি কোন চার্জে চার্জিত?

    A
    ধনাত্মক

    B
    ঋণাত্মক

    C
    নিরপেক্ষ

    D
    শূন্য

    Note: Not available
    1. Report
  6. Question: উড্ডয়নকালে বিমান ও ড্র পয়েন্ট এর মধ্যে বিভব পার্থক্য বাড়ে কেন?

    A
    জ্বালানি পোড়ানোর ফলে

    B
    বিমান ও বায়ুর ঘর্ষণের ফলে

    C
    বিমানের পাখা ঘোরার ফলে

    D
    বিমানের প্রবল শব্দের কারণে

    Note: Not available
    1. Report
  7. Question: টেলিভিশনের মনিটরে ময়লা পড়ে কোন কারণে?

    A
    এসি কারেন্ট

    B
    ডিসি কারেন্ট

    C
    স্থির তড়িৎ

    D
    পরিবর্তনশীল তড়িৎ

    Note: টেলিভিশনের পর্দা ও কম্পিউটারের মনিটর স্থির তড়িতে আহিত হয়। এই আধানগুলো অনাহিত কণা যেমন ধুলাবালি ইত্যাদি আকর্ষণ করে। ফলে এগুলো তাড়াতাড়ি ময়লা হয়।
    1. Report
  8. Question: মেঘের গর্জনে প্রচন্ড শব্দ হয় কেন?

    A
    মেঘের কম্পনের ফলে

    B
    মেঘে ঘর্ষণে উৎপন্ন আয়নের দরুন

    C
    বায়ুস্তরের অতিদ্রুত সংকোচন প্রসারণের ফলে

    D
    ঝড় বৃষ্টির সময় কোনটি অপেক্ষাকৃত ভাল?

    Note: Not available
    1. Report
  9. Question: ঝড় বৃষ্টির সময় কোনটি অপেক্ষাকৃত ভাল?

    A
    ছাতার নিচে থাকা

    B
    গাছের নিচে দাড়ানো

    C
    লোহার তৈরি পুলে অবস্থান করা

    D
    বৃষ্টিতে ভেজা

    Note: Not available
    1. Report
  10. Question: স্থির তড়িতের ব্যবহার রয়েছে-

    A
    ইঙ্ক জেট প্রিন্টার-এ

    B
    জেনারেটর-এ

    C
    ফটো কপিয়ার-এ

    Note: Not available
    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd