পদার্থ বিজ্ঞান-নবম-দশম
 
  1. Question: কোনটির প্রভাবে আমরা রাস্তার উপর দিয়ে হাঁটতে সক্ষম হই?

    A
    মহাকর্ষ বল

    B
    প্রতিক্রিয়া বল

    C
    অভিকর্ষ বল

    D
    ক্রিয়া বল

    Note: Not available
    1. Report
  2. Question: ক্রিয়া এবং প্রতিক্রিয়ার ক্ষেত্রে কোনটি সঠিক?

    A
    ক্রিয়া এবং প্রতিক্রিয়া বলের মান অসমান

    B
    ক্রিয়া এবং প্রতিক্রিয়া যুগপৎ ক্রিয়া করে

    C
    ক্রিয়া এবং প্রতিক্রিয়া একই বস্তুর ওপর ক্রিয়া করে

    D
    ক্রিয়া এবং প্রতিক্রিয়া বস্তুতে সাম্যাবস্থার সৃষ্টি করে

    Note: Not available
    1. Report
  3. Question: “দুটি বস্তুর সঘের্ষের পূর্বের ও পরের ভরবেগের সমষ্টি সর্বদা সমান থাকে।” এটি কিসের সূত্র?

    A
    ভরবেগের সংরক্ষণ সূত্র

    B
    প্লবতার সূত্র

    C
    নিউটনের তৃতীয়

    D
    নিউটনের দ্বিতীয়

    Note: কোন বস্তুর মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া ছাড়া অন্য কোন বল কাজ না করলে বস্তুর মোট ভরবেগের কোন পরিবর্তন হয় না। একে ভরবেগের সংরক্ষণশীলতা বলা হয়।
    1. Report
  4. Question: মুক্তভাবে ভাসমান একটি নৌকা থেকে লাফ দিয়ে নামার সময় নৌকাটি পিছনের দিকে সরে যায়। এটি নিচের কোন নিয়মটি মেনে চলে?

    A
    ভরবেগের সংরক্ষণশীলতা নীতি

    B
    নিউটনের মহাকর্ষ সূত্র

    C
    শক্তির অবিনশ্বরতার সূত্র

    D
    পড়ন্ত বস্তুর সূত্র

    Note: প্রত্যেক ক্রিয়াই একটি সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। ভরবেগের সংরক্ষণশীলতা নীতি অনুযায়ী আদি ভরবেগের সমষ্টি ও শেষ ভরবেগের সমষ্টি সবসময় সমান মানের হবে।
    1. Report
  5. Question: একটি বই টেবিলের ওপর রাখলে বইটি টেবিলের উপর সাম্যাবস্থায় থাকে। এই ঘটনাটি নিউটনের কোন সূত্র দ্বারা ব্যাখ্যা দেওয়া যায়?

    A
    মহাকর্ষীয় সূত্র

    B
    গতির প্রথম সূত্র

    C
    গতির তৃতীয় সূত্র

    D
    গতির দ্বিতীয় সূত্র

    Note: প্রত্যেক ক্রিয়াই একটি সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে।
    1. Report
  6. Question: প্যারাসুট বেশি পরিমাণ প্রবাহী ঘর্ষণ অনুভব করার কারণ কোনটি?

    A
    প্যারাসুটের ভর বেশি

    B
    প্যারাসুট বেশি ঘনত্বের উপাদান দিয়ে তৈরি

    C
    খোলা অবস্থায় প্যারাসুটের বাহিরের তলের ক্ষেত্রফল অনেক বেশি

    D
    খোলা অবস্থায় প্যারাসুটের বাহিরের তলের ক্ষেত্রফল অনেক কম

    Note: Not available
    1. Report
  7. Question: কোনটি সর্দা গতির বিপরীত দিক ক্রিয়া করে?

    A
    ধর্ষণ বল

    B
    সান্দ্র বল

    C
    স্পর্শ বল

    D
    মহাকর্ষ বল

    Note: Not available
    1. Report
  8. Question: কোনটিকে ঘর্ষণ সব সময় বাধা দেয়?

    A
    গতি

    B
    বল

    C
    বেগ

    D
    ত্বরণ

    Note: Not available
    1. Report
  9. Question: যখন একটি বস্তুর তল অপর বস্তুর তলের ওপর দিয়ে গতিশীল হয় তখন প্রত্যেক বস্তু অপর বস্তুর ওপর কী প্রয়োগ করে?

    A
    অভিকর্ষ বল

    B
    সান্দ্র বল

    C
    তাড়িতচৌম্বক বল

    D
    ঘর্ষণ বল

    Note: Not available
    1. Report
  10. Question: দু’টি তলের অনিয়মিত প্রকৃতির ফল কী?

    A
    অভিকর্ষ

    B
    টান

    C
    ঘর্ষণ

    D
    প্লবতা

    Note: Not available
    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd