পদার্থ বিজ্ঞান-নবম-দশম
 
  1. Question: যখন কোনো বস্তু যে কোনো প্রবাহী পদার্থের মধ্যে গতিশীল থাকে তখন যে ঘর্ষণ ক্রিয়া করে তাকে কী বলে?

    A
    েআবর্তন ঘর্ষণ

    B
    পিছলানো ঘর্ষণ

    C
    প্রবাহী ঘর্ষণ

    D
    স্থিতি ঘর্ষণ

    Note: Not available
    1. Report
  2. Question: নিচের কোন প্রকার গতিতে বিসর্প ঘর্ষণ অনুভূত হবে?

    A
    সাইকেলের চাকার গতি

    B
    মার্বেলের গতি

    C
    নদীতে জাহাজে গতি

    D
    পিছলিয়ে চলার গতি

    Note: Not available
    1. Report
  3. Question: নিচের কোনটির কারণে আমরা গাড়ী চালাতে পারি?

    A
    মধ্যাকর্ষণ

    B
    ঘাত বল

    C
    বাতাসের প্লবতা

    D
    ঘর্ষণ

    Note: Not available
    1. Report
  4. Question: রাস্তার পাশে বর্ষাকালে কাঁদার মধ্যে ট্রাকের চাকা আটকে গেলে শুধু এক জায়গায় ঘুরতে থাকে কেন?

    A
    ব্রেকের কারণে

    B
    সামনের চাকার কারণে

    C
    ঘর্ষণ কমে যায় বলে

    D
    মাটি নরম বলে

    Note: Not available
    1. Report
  5. Question: একটি মার্বেল গড়িয়ে দিলে কিছুদূর যেয়ে থেমে যায় কেন?

    A
    স্থিতি জড়তার কারণে

    B
    'g' এর কারণে

    C
    ঘর্ষণের কারণে

    D
    মন্দনের কারণে

    Note: Not available
    1. Report
  6. Question: গাড়ির টায়ার এবং রাস্তার মধ্যবর্তী ঘর্ষণ বলের মান কোনটির ওপর নির্ভর করে না?

    A
    টায়ারের পৃষ্ঠের ওপর

    B
    রাস্তার তলের বাহ্যিক অবস্থার ওপর

    C
    গাড়ির ওজনের ওপর

    D
    গাড়ির ওয়াইপায়ের ওপর

    Note: Not available
    1. Report
  7. Question: গাড়ির টায়ার পুরোনো হয়ে গেলে নিচের কোনটি ঘটে?

    A
    টায়ারের উচু-নিচু খাঁজগুলো আরো সুস্পষ্ট হয়

    B
    টায়ারের ঘর্ষণের পরিমাণ কমে যায়

    C
    টায়ারের পৃষ্ঠ পূর্বের তুলনায় অধিকতর অসমতল হয়

    D
    রাস্তা ও টায়ারের মধ্যবর্তী ঘর্ষণ বল বেড়ে যায়

    Note: Not available
    1. Report
  8. Question: রাস্তা যত বেশি মসৃণ হবে কোন বলের মান তত কম হবে?

    A
    মহাকর্ষ বল

    B
    সান্দ্র বল

    C
    নিউক্লিয় বল

    D
    ঘর্ষণ বল

    Note: Not available
    1. Report
  9. Question: কোনটি আমাদের দৈনন্দিন জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে?

    A
    ঘর্ষণ

    B
    সান্দ্রতা

    C
    প্লবতা

    D
    ত্বরণ

    Note: Not available
    1. Report
  10. Question: একটি বস্তুকে টান টান করলে এর মধ্যে কোন শক্তি জমা থাকে?

    A
    গতি শক্তি

    B
    বিভব শক্তি

    C
    তাপ শক্তি

    D
    রাসায়নিক শক্তি

    Note: - কোনো বস্তু তার গতির জন্য যে শক্তি পায় তাকে বলে- গতিশক্তি। - যে শক্তি ঠান্ড বা গরমের অনুভূতি জাগায় তাকে বলে- তাপশক্তি। - কোনো বস্তু তার রাসায়নিক পরিবর্তনের জন্য যে শক্তি লাভ করে তাকে তার- রাসায়নিক শক্তি বলে।
    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd