পদার্থ বিজ্ঞান-নবম-দশম
 
  1. Question: বায়ুমন্ডলীয় চাপের পরিমাপের ক্ষেত্রে কাচনলে যে পারদস্তম্ভ দাঁড়িয়ে থাকে তার উপর নলের বন্ধ প্রান্ত পর্যন্ত স্থান শূন্য। এই শূন্য স্থানকে কী বলে?

    A
    টরিসেলির শূন্যস্থান

    B
    টলেমীর শূন্যস্থান

    C
    আর্কিমিডিসের শূন্যস্থান

    D
    নিউটনের শূন্যস্থান

    Note: Not available
    1. Report
  2. Question: উচ্চতা বৃদ্ধির সাথে সাথে বায়ুমন্ডলীয় চাপের কীরূপ পরিবর্তন হয়?

    A
    বৃদ্ধি পায়

    B
    হ্রাস পায়

    C
    অপরিবর্তিত থাকে

    D
    হ্রাস বা বৃদ্ধি উভয়ই ঘটে

    Note: Not available
    1. Report
  3. Question: কোনটি বায়ুর চেয়ে হালকা?

    A
    জলীয় বাষ্প

    B
    বড় পানির কণা

    C
    পারদ

    D
    কর্ক

    Note: Not available
    1. Report
  4. Question: ব্যারোমিটারে পারদ স্তম্ভেব উচ্চতা ধীরে ধীরে কমতে থাকলে কী সিদ্ধান্তে উপনীত হওয়া যাবে?

    A
    জলীয় বাষ্প ধীরে ধীরে হ্রাস পাচ্ছে

    B
    জলীয় বাষ্প দ্রুত হ্রাস পাচ্ছে

    C
    জলীয় বাষ্প দ্রুত বৃদ্ধি পাচ্ছে

    D
    জলীয় বাষ্প আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে

    Note: নলের পারদ স্তম্ভের চাপ সাধারণ ক্ষেত্রে নলের ভিতর যে পারদস্তম্ভ থাকবে তার উচ্চতা প্রায় 76cm অর্থাৎ বায়ুমন্ডলের চাপ 76cm উঁচু পারদ স্তম্ভকে ধরে রাখতে সক্ষম। এভাবে তরল স্তম্ভের উচ্চতা ব্যবহার করে বায়ুমন্ডলীয় চাপের পরিমাপ করা যায়।
    1. Report
  5. Question: ব্যারোমিটার পারদ স্তম্ভের উচ্চতা ধীরে ধীরে বৃদ্ধি পেলে কী সিদ্ধান্তে উপনীত হওয়া যাবে?

    A
    জলীয় বাষ্প দ্রুত হ্রাস পাচ্ছে

    B
    জলীয় বাষ্প আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে

    C
    জলীয় বাষ্প দ্রুত বৃদ্ধি পাচ্ছে

    D
    জলীয় বাষ্প ধীরে ধীরে হ্রাস পাচ্ছে

    Note: Not available
    1. Report
  6. Question: ব্যারোমিটারের ারদস্তম্ভের উচ্চতার পরিবর্তন দেখে আমরা কী বুঝতে পারি?

    A
    বায়ুমন্ডলীয় চাপের পরিবর্তন

    B
    জলবায়ুর পরিবর্তন

    C
    ঋতু পরিবর্তন

    D
    তাপমাত্রার পরিবর্তন

    Note: Not available
    1. Report
  7. Question: ব্যারোমিটারের পারদস্তম্ভের উচ্চতা ধীরে ধীরে কমতে থাকলে কোনটির সম্ভাবনা আছে?

    A
    খরার

    B
    বৃষ্টিপাতের

    C
    ঝড়ের

    D
    প্রখর রোদের

    Note: Not available
    1. Report
  8. Question: ব্যারোমিটারের পারদস্তম্ভের উচ্চতা ধীরে ধীরে বাড়তে থাকলে কী বুঝতে হবে?

    A
    ঝড় হবে

    B
    বৃষ্টিপাত হবে

    C
    আবহাওয়া শুষ্ক ও পরিষ্কার থাকবে

    D
    আকাশ মেঘলা থাকবে

    Note: Not available
    1. Report
  9. Question: পদার্থের অণুগুলোর মাঝে যে ফাঁকা স্থান বিরাজ করে তাকে কী বলে?

    A
    আণবিক স্থান

    B
    আান্তঃআনবিক স্থান

    C
    পারমাণবিক স্থান

    D
    আন্তঃপারমাণবিক স্থান

    Note: Not available
    1. Report
  10. Question: আন্তঃআণবিক স্থানের পরিবর্তনের জন্যেই বস্তুর আকার, আকৃতি ও আয়েতনের পরিবর্তন হয়। এর ফলে কোন ধর্মের সৃষ্টি হয়?

    A
    প্রবাহীতা

    B
    সান্দ্রতা

    C
    স্থিতিস্থাপকতা

    D
    ঘনত্ব

    Note: Not available
    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd