পদার্থ বিজ্ঞান-নবম-দশম
 
  1. Question: পদার্থের আণবিক গতিতত্ত্বের মূল বিষয় কোনটি?

    A
    অণূগুলোর গতিশীলতা

    B
    অণূগুলোর আন্তঃআণবিক শক্তি

    C
    অণূগুলোর ঘনত্ব

    D
    অণূগুলোর আকার

    Note: Not available
    1. Report
  2. Question: যে কোনো পদার্থ অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণার সমন্বয়ে গঠিত। আণবিক গতিতত্ত্ব অনুসারে এই কণাগুলোকে কী বলে?

    A
    অণূ

    B
    পরমাণু

    C
    আয়ন

    D
    মূলক

    Note: Not available
    1. Report
  3. Question: কঠিন পদার্থের ক্ষেত্রে কণাগুলো কীরূপ থাকে?

    A
    কণাগুলোর আন্তঃআণবিক শক্তি বেশি থাকে

    B
    কণাগুলো এলোমেলো ছুটাছুটি করে

    C
    কনাগুলোর আন্তঃআণবিক দূরত্ব বেশি থাকে

    D
    কণাগুলোর পাত্রের দেয়ালের সাথে সংঘর্ষে ল্পিত হয়

    Note: Not available
    1. Report
  4. Question: পদার্থের অবস্থা কয়টি?

    A
    দুই

    B
    চার

    C
    তিন

    D
    পাঁচ

    Note: Not available
    1. Report
  5. Question: প্লাজমার বৃহৎ উৎস কোনটি?

    A
    সূরয

    B
    চন্দ্র

    C
    পারমাণবিক চুল্লী

    D
    পৃথিবীর বায়ুমন্ডল

    Note: Not available
    1. Report
  6. Question: প্লাজমার কণাগুলো কীরূপ?

    A
    তড়িৎ পরিবাহী

    B
    তাপ অপরিবাহী

    C
    নির্দিষ্ট আকার আছে

    D
    তড়িৎ অপরিবাহী

    Note: Not available
    1. Report
  7. Question: শিল্প কারখানায় প্লাজমা টর্চ দিয়ে কী করা হয়?

    A
    ধাতব পদার্থে ইলেকট্রোপ্লেটিনং করা হয়

    B
    ধাতব পদার্থ কাটা হয়

    C
    আলো জ্বালানো হয়

    D
    ধাতব পদার্থে গ্যালভানাইজিং করা হয়

    Note: Not available
    1. Report
  8. Question: রেল লাইন নির্মাণের সময় দুটো রেল যেখানে মিলিতহয় সেখানে একটু ফাঁকা রাখা হয় কেন?

    A
    লোহা সাশ্রয় করার জন্য

    B
    গ্রীষ্মকালে রেললাইনের তাপমাত্রা বৃদ্ধি হ্রাস করার জন্য

    C
    রেলগাড়ি চলার সময় খট খট শব্দ করার জন্য

    D
    তাপীয় প্রসারণের জন্য রেল লাইনের বিকৃতি পরিহার করার জন্য

    Note: - সূরযের তাপে কিংবা ট্রেনের চাকার ঘর্ষণের ফলে উৎপন্ন তাপে রেল লাইন- প্রসারিত হয়। - রেল লাইনের দুটি রেলের সংযোগস্থলে ফাঁকা রাখা না হলে রেল লাইন প্রসারণের জন্য যথেষ্ট জায়গা পায় না। ফলে রেল লাইন বেঁকে গিয়ে- মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে।
    1. Report
  9. Question: ঘর্মাক্ত দেহে পাখার বাতাস আরাম দেয় কেন?

    A
    পাখার বাতাস গায়ের ঘাম বের হতে দেয় না তাই

    B
    বাষ্পায়ন শীতলতার সৃষ্টি করে তাই

    C
    পাখার বাতাস শীতল জলীয় বাষ্প ধারণ করে তাই

    D
    পাখার বাতাস সরাসরি লোমকূপ দিয়ে শরীরে ঢুকে যায় তাই।

    Note: - তরলের উপর বায়ুপ্রবাহ বৃদ্ধি পেলে দ্রুত হয়- বাষ্পায়ন। - বাষ্পায়নের হার সর্বাধিক- শূন্যস্থানে। - শীতকালে ভিজা কাপড় তাড়াতাড়ি শুকায়- বায়ু শুষ্ক থাকে বলে।
    1. Report
  10. Question: 1kg পানির তাপমাত্রা 1k বাড়াতে যে তাপের প্রয়োজন সেই তাপ দিয়ে কতটুকু বরফের তাপমাত্রা 1k বাড়ানো যাবে?

    A
    .05kg

    B
    1kg

    C
    2kg

    D
    3kg

    Note: Not available
    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd