পদার্থ বিজ্ঞান-নবম-দশম
 
  1. Question: আধুনিক ওয়াশিং মেশিনে কী ব্যবহার করে কাপড়ের ময়লা পরিস্কার করা হয়?

    A
    শব্দেতর তরঙ্গ

    B
    শব্দোত্তর তরঙ্গ

    C
    আলোক তরঙ্গ

    D
    চুম্বক তরঙ্গ

    Note: Not available
    1. Report
  2. Question: শব্দোত্তর বা শব্দেতর তরঙ্গের সাহায্যে সূক্ষ্ম যন্ত্রপাতি পরিস্কার করা হয়। এক্ষেত্রে কী ঘটে?

    A
    শব্দশক্তি আলোকশক্তিতে রূপান্তরিত হয়

    B
    শব্দশক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়

    C
    শব্দশক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়

    D
    শব্দশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়

    Note: Not available
    1. Report
  3. Question: সূক্ষ্ম ইলেকট্রনিক যন্ত্রপাতি পরিষ্কার করতে ব্যবহৃত হয় কোনটি?

    A
    তৈলও গ্রীজ

    B
    সাবান ও ব্রাশ

    C
    ডিটারজেন্ট

    D
    শব্দোত্তর তরঙ্গ

    Note: Not available
    1. Report
  4. Question: মানবদেহের অভ্যন্তরে শব্দোত্তর কম্পনের সাহায্যে ছবি তোলার প্রক্রিয়াকে কী বলে?

    A
    এক্স-রে

    B
    স্ক্যানিং

    C
    আলট্রাসোনোগ্রাফি

    D
    ফিজিওথেরাপি

    Note: Not available
    1. Report
  5. Question: দাতের স্কেলিং বা পাথর তোলার জন্য কী ব্যবহার করা হয়?

    A
    শব্দোতর তরঙ্গ

    B
    শব্দোত্তর তরঙ্গ

    C
    চুম্বক তরঙ্গ

    D
    বেতার তরঙ্গ

    Note: Not available
    1. Report
  6. Question: কোথায় SONAR ব্যবহৃত হয়?

    A
    সমুদ্রের গভীরতা নির্ণয়ে

    B
    শব্দের তীব্রতা নির্ণয়ে

    C
    বাতাসে শব্দের বেগ নির্ণয়ে

    D
    আলোর বেগ নির্ণয়ে

    Note: Not available
    1. Report
  7. Question: হাতি নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষা করে কোন তরঙ্গের মাধ্যমে?

    A
    আলোক

    B
    বেতার

    C
    শব্দেতর

    D
    শব্দোত্তর

    Note: Not available
    1. Report
  8. Question: শ্রুতিমধুর শব্দের বৈশিষ্ট্য কোনটি?

    A
    সুরবিহীন

    B
    নিয়মিত কম্পন

    C
    পর্যাবৃত্ত কম্পন

    D
    অনিয়মিত কম্পন

    Note: শব্দ উৎসের নিয়মিত ও পর্যাবৃত্ত কম্পনের ফলে যে শব্দ উৎপন্ন হয় এবং যা আমাদের কানে শ্রুতিমধুর বলে মনে হয় তাকে সুরযুক্ত শব্দ বলে।
    1. Report
  9. Question: অনুভূতির বিচারে শ্রুতিমধুর শব্দ কোনটি?

    A
    সুরবিহীন শব্দ

    B
    সুরবর্জিত শব্দ

    C
    সুরযুক্ত শব্দ

    D
    পর্যাবৃত্ত কম্পন

    Note: Not available
    1. Report
  10. Question: সুরযুক্ত শব্দের যে বৈশিষ্ট্যের কারণে ভিন্ন উৎস হতে একই প্রাবল্য ও তীক্ষ্নতার শব্দের পার্থক্য বুঝা যায় তাকে কী বলে?

    A
    তীক্ষ্মতা

    B
    তীব্রতা

    C
    গুণ

    D
    প্রাবল্য

    Note: Not available
    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd