পদার্থ বিজ্ঞান-নবম-দশম
 
  1. Question: সুরযুক্ত শব্দের বৈশিষ্ট্য কয়টি?

    A
    ৩টি

    B
    ৪টি

    C
    ৫টি

    D
    ৬টি

    Note: Not available
    1. Report
  2. Question: শব্দ বিস্তারের অভিমুখে লম্বভাবে রাখা একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে যে পরিমাণ শব্দ শক্তি প্রবাহিত হয় তাকে শব্দের কী বলে?

    A
    তীক্ষ্মতা

    B
    তীব্রতা

    C
    গুণ

    D
    জাতি

    Note: Not available
    1. Report
  3. Question: শব্দের তীব্রতা লেভেলের প্রচলিত একক কোনটি?

    A
    ডেসিবেল

    B
    সেন্টিবেল

    C
    কিলোবেল

    D
    মেগাবেল

    Note: Not available
    1. Report
  4. Question: পুরুষের গলার স্বর মোটা কেন?

    A
    গলার স্বরের কম্পাঙ্ক কম

    B
    গলার স্বরের কম্পাঙ্ক বেশি

    C
    ভোকাল কর্ড দৃঢ় থাকে

    D
    স্বরতন্ত্রী দৃঢ় থাকে

    Note: নারী ও শিশুর স্বরতন্ত্রী দৃঢ় থাকে না। ফলে নারী বা শিশুর স্বরের কম্পাঙ্ক বেশি হয়। তাই পুরুষদের অপেক্ষা শিশু বা নারীদের কন্ঠস্বর তীক্ষ্ম হয়।
    1. Report
  5. Question: সুরযুক্ত শব্দের একই প্রাবল্যের খাদের সুর এবং চড়া সুরের মধ্যে পার্থক্য বুঝা যায় কোনটির মাধ্যমে?

    A
    তীক্ষ্মতা

    B
    তীব্রতা

    C
    গুণ

    D
    জাতি

    Note: Not available
    1. Report
  6. Question: মানুষের গলার স্বরযন্ত্রে কয়টি পর্দা থাকে?

    A
    ১টি

    B
    ২টি

    C
    ৩টি

    D
    ৪টি

    Note: Not available
    1. Report
  7. Question: সুরযুক্ত শব্দের বৈশিষ্ট্য নয় কোনটি?

    A
    প্রাবল্য

    B
    তীক্ষ্মতা

    C
    জাতি

    D
    বিস্তার

    Note: Not available
    1. Report
  8. Question: উত্তল দর্পণ কোথায় ব্যবহার হয়?

    A
    গাড়িতে

    B
    টর্চ লাইনে

    C
    সৌরচুল্লীতে

    D
    রাডারে

    Note: - সর্বদা অবাস্তব, সোজা এবং খর্বিত প্রতিবিম্ব গঠন করে- উত্তল দর্পণ। - পিছনের গাড়ি বা পথচারী দেখার জন্য গাড়ীতে ব্যবহৃত হয়- উত্তল দর্পণ। - টেলিস্কোপ, রাস্তার বাতিতে ব্যবহৃত হয়- উত্তল দর্পণ। - সৌরচুল্লী, টর্চলাইট, রাডারে ব্যবহৃত হয়- অবতল দর্পণ।
    1. Report
  9. Question: প্রতিফলন কত প্রকার?

    A

    B

    C

    D

    Note: - আলোক রশ্মি যখন এক মাধ্যম থেকে অন্য এক মাধ্যমের কোনো তলে অপতিত হয় তখন দুই মাধ্যমের বিভেদতল হতে কিছু পরিমাণ আলো প্রথম মাধ্যমে ফিরে আসে এ ঘটনাকে বলে- আলোর প্রতিফলন। - যে পৃষ্ঠ হতে আলোক রশ্মি প্রতিফলিত হয়ে ফিরে আসে তাকে বলে- প্রতিফলক পৃষ্ঠ। - কোনো পৃষ্ঠ হতে কীভাবে আলো প্রতিফলিত হবে তা নির্ভর করে- প্রতিফলক পৃষ্ঠের প্রকৃতির ওপর।
    1. Report
  10. Question: সুরযুক্ত শব্দের বৈশিষ্ট্য নয় কোনটি?

    A
    প্রাবল্য

    B
    তীক্ষ্মতা

    C
    জাতি

    D
    বিস্তার

    Note: Not available
    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd