বাংলাদেশ ও বিশ্ব পরিচয় - পঞ্চম শ্রেণি



  1. Question:মুক্তিযুদ্ধের রাস্ট্রীয় উপাধিগুলো কী কী ? 

    Answer
    মুক্তিযুদ্ধে সাহসিকতা এবং ত্যাগের জন্য চারটি রাস্ট্রীয় উপাধি দেওয়া হয়েছে । উপাধিগুলো হলো -
    1. বীরশ্রেষ্ঠ  
    2. বীর উওম  
    3. বীর বিক্রম  
    4. বীর প্রতীক






    1. Report
  2. Question:মুক্তিযুদ্ধে ভারত আমাদের কীভাবে সাহায্য করেছিল ? 

    Answer
    মুক্তিযুদ্ধে এই দেশের সকল শ্রেনী -পেশার মানুষের পাশাপাশি প্রতিবেশি দেশ ভারতেরও অনেক অবদান ছিল । 
    ভারত নানাভাবে আমাদের সাহায্য করেছিল । মুক্তিযুদ্ধ শুরু হলে এদেশ থেকে অনেক শরনার্থী হিসেবে ভারত আশ্রয় নেয় । 
    ভারতীয়রা আশ্রয় নেওয়া বাঙ্গালিদের থাকা থাওয়ার পাশাপাশি  বস্ত্র ও চিকিৎসার ব্যাবস্থা করেছিল । 
    মুক্তিযুদ্ধে সহযোগিতার জন্য ভারত মিত্রবাহিনী গঠন করে ।
    অপারেশন জ্যাকপটে মিত্রবাহিনিী বাংলাদেশের পক্ষে যুদ্ধ করে । লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরার নেতৃত্বে মিত্রবাহিনী ১৯৭১ সালের ২১- এ নবেম্বর মুক্তিবাহিনীর সাথে মিলে যৌথ বাহিনী গঠন করে । 
    ১৯৭১ সালের ৩রা ডিসেম্বরের পর থেকে যৌথ বাহিনী একযোগে স্থল , নৌ ও আকাশ পথে আক্রমন করে পশ্চিম পাকিস্তানি বাহিনীিকে আত্নসমর্পন করতে বাধ্য করে । ফলে খুব অল্প সময়ের মধ্যে আমরা স্বাধীনতা লাভ করি । মুক্তিযুদ্ধে ভারতের অবদান তাই চির স্বরনীয় ।






    1. Report
  3. Question:বুদ্ধিজীবীদের কারা হত্যা করেছিল ? 

    Answer
    পাকিস্তানি হানাদার বাহিনী তাদের দেশীয় দোসর রাজাকার আলবদর ও আল শামস বাহিনীর সহায়তায় বুদ্ধিজীবিদের হত্যা করেছিল ।
    এদেশের কিছু মানুষ মুক্তিযুদ্ধের বিপক্ষে  আবস্থান  নিয়েছিল । তারা শান্তি কমিটি, রাজাকার, আল বদর, আল শামস নামে বিভিন্ন কমিটি ও সংগঠন গড়ে তোলে। এসব বাহিনীর এদেশীয় সদস্যরা মুক্তিযোদ্ধা ও বুদ্বিজীবীদের নামের তালিকা তৈরী করে তা হানাদার বাহিনীকে দিত । শুধু তাই নয় ,
    রাজাকার বাহিনী হানাদারদের পথ চিনিয়ে ভাষা শিখিয়ে বুদ্ধিজীবী হত্যায় ভূমিকা রেখেছিল ।






    1. Report
  4. Question:আমরা এথন কীভাবে আমাদের স্বাধীনতা দিবস উদযাপন করি ? 

    Answer
    আমাদের মহান স্বাধীনতা দিবস ২৬- এ মার্চ , এ দিনটিকে আমরা জাতীয়ভাবে উদযাপন করে থাকি । দিনটি জাতীয় স্মৃতিসৌধে ফুল দেওয়ার মাধ্যমে শুুরু হয় । শিশু কিশোরদের সমাবেশ হয় । আমরা আমাদের বিদ্যালয়ে ক্রীড়া ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অংশগ্রহন করি । সেদিন কোন মুক্তিযোদ্ধার হাত থেকে পুরুস্কার পেলে নিজেকে ভাগ্যবান মনে করি । এদিনে রাস্টপতি , প্রধানমন্ত্রী বিরোধীদলীয় নেতা বানী প্রদান করে থাকেন । যা পত্রিকা , রেডিও টেলিভিশনের মাধ্যমে আমরা জানতে পারি । 
    স্বাধীনতা দিবসে আমরা শহীদ মুক্তিযোদ্ধাদের স্বরন করি , পাশাপাশি যে সকল মুক্তিযোদ্ধা আজ ও বেঁচে আছেন তাঁদের কাছ থেকে মুক্তিযোদ্ধার কাছ থেকে গল্প শুনি ।তাঁদের মতো দেশের জন্য কিছু করার অনুপ্রেরনা লাভ করি ।






    1. Report
  5. Question:বুদ্ধিজীবীদের কারা হত্যা করেছিল ? 

    Answer
    পাকিস্তানি হানাদার বাহিনী তাদের দেশীয় দোসর রাজাকার আলবদর ও আল শামস বাহিনীর সহায়তায় বুদ্ধিজীবিদের হত্যা করেছিল ।
    এদেশের কিছু মানুষ মুক্তিযুদ্ধের বিপক্ষে  আবস্থান  নিয়েছিল । তারা শান্তি কমিটি, রাজাকার, আল বদর, আল শামস নামে বিভিন্ন কমিটি ও সংগঠন গড়ে তোলে। এসব বাহিনীর এদেশীয় সদস্যরা মুক্তিযোদ্ধা ও বুদ্বিজীবীদের নামের তালিকা তৈরী করে তা হানাদার বাহিনীকে দিত । শুধু তাই নয় ,
    রাজাকার বাহিনী হানাদারদের পথ চিনিয়ে ভাষা শিখিয়ে বুদ্ধিজীবী হত্যায় ভূমিকা রেখেছিল ।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd