Question:১৯৭১ সালের ১১ই জুলাই গঠিত একটি বাহিনীর প্রধান ছিলেন জেনারেল মুহাম্মদ আতাউল গনি উসমানী । বাহিনীটির নাম কী ?
Answer
মুক্তিবাহিনী ।
Question:১৯৭১ সালের ১১ই জুলাই গঠিত একটি বাহিনীর প্রধান ছিলেন জেনারেল মুহাম্মদ আতাউল গনি উসমানী । বাহিনীটির নাম কী ?
মুক্তিবাহিনী ।
Question:তানিয়ার দাদা মুক্তিযুদ্ধের সময় ময়মনসিংহ অঞ্চলে যুদ্ধ করেছেন । এই এলাকাটি কত নং সেক্টরের অধীনে ছিল ?
১১ নং সেক্টরের অধীনে ছিল ।
Question:মুক্তিযুদ্ধের সময় শওকত সাহেব পাকিস্তান সেনাদের গতিবিধি সম্পর্কে খবরাখবর সংগ্রহ করতেন । তিনি গ্রুপের সদস্য ছিলেন ?
ইন্টেলিজেন্স গ্রুপ
Question:জুনায়েদের দাদা একজন সংগীত শিল্পী । মুক্তিযুদ্ধের সময় তাঁর মতো শিল্পীরা কীভাবে মুক্তিযোদ্ধাদের অনুপ্রানিত করতেন ?
গানের মাধ্যমে ।
Question:বাঙ্গালিদের মেধাশূন্য করার জন্য পাকিস্তানি বাহিনী ও তাঁদের এদেশিয় দোসররা কাদেরকে হত্যা করেছিল ?
বুদ্ধিজীবীদের ।