Question:১৯৭০ সালের নির্বাচনে কোন দল নিরঙ্কুম বিজয় লাভ করেছিল ?
Answer
আওয়ামী লীগ
Question:১৯৭০ সালের নির্বাচনে কোন দল নিরঙ্কুম বিজয় লাভ করেছিল ?
আওয়ামী লীগ
Question:কখন থেকে আমাদের মুক্তিযুদ্ধ শুরু হয় ?
১৯৭১ সালের ২৬-মার্চ থেকে ।
Question:মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী সরকার কথন গঠিত হয় ?
১৯৭১ সালের ১০ই এপ্রিল ।
Question:মুজিবনগর সরকার কোথায় গঠিত হয়েছিল ?
মেহেরপুর মহকুমার বৈদ্যনাথতলার আমবাগানে
Question:মুক্তিযুদ্ধের কিছু দিনের মধ্যে বাংলাদেশে একটি সরকার গঠিত হয় । এ সরকার কত তারিখ গঠিত হয়েছিল ? এ সরকারের রাষ্টপতি কে ছিলেন ? মুক্তিযুদ্ধে এ সরকারের ভুমিকা তিনটি বাক্য লেখ ?
এ সরকার অর্থাৎ মুজিবনগর সরকার ১৯৭১ সালের ১০ই এপ্রিল গঠিত হয়েছিল । এ সরকারের রাষ্টপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান । মুক্তিযুদ্ধে এই সরকারের ভূমিকা সম্পর্কে তিনটি বাক্য । ১. মুজিবনগর সরকার মুক্তিযুদ্ধ পরিচালনায় মুক্তিবাহিনী গঠন করে । ২. এ সরকারের অনুপ্রেরনায় অগনিত মানুষ দেশকে মুক্ত করতে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে । ৩.দেশে ও বিদেশে মুক্তিযুদ্ধের পক্ষে জনমত ও সমর্থন আদায়ে গুরুত্বপু্র্ন ভূমিকা পালন করে ।