বাংলাদেশ ও বিশ্ব পরিচয় - পঞ্চম শ্রেণি



  1. Question:আহসান মঞ্জিল কোন নদীর তীরে অবস্থিত ? প্রাসাদটি কে তৈরী করেছিলেন ? প্রাসাদটি সম্পর্কে তিনটি বাক্য লেখ । 

    Answer
    আহসান মঞ্জিল বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত । 
    প্রাসাদটি তৈরী করেন জমিদার শেখ এনায়েতউল্লা । 
    প্রাসাদটি সম্পর্কে তিনটি বাক্য -
    ১. প্রাসাদটির উওর দক্ষিনে রয়েছে লম্বা বারান্দা 
    ২. এছাড়াও রয়েছে জলসা ঘর , দরবার হল, রংমহল । 
    ৩. বর্তমানে প্রাসাদটি জাদুঘর হিসেবে ব্যাবরৃত হচ্ছে ।






    1. Report
  2. Question:বাংলাদেশের ঐতিহাসিক নিদর্শনগুলোর প্রতি আমাদের শ্রদ্ধাশীল হওয়া উচিত কেন ? 

    Answer
    বাংলাদেশের ঐতিহাসিক ও ঐতিহ্য অত্যান্ত সমৃদ্ধ । এদেশের বিভিন্ন স্থানে অনেক ঐতিহাসিক নিদর্শণ রয়েছে । এসব ঐতিহাসিক নিদর্শন দেখার মাধ্যমে জ্ঞান লাভ করা যায় । এগুলো আমাদের অতীত সভ্যতা ও সংস্কৃতির পরিচয় বহন করে । আমরা এসব ঐতিহ্য গৌরভ বোধ করি । তাই ঐতিহাসিক নিদর্শনগুলোর প্রতি আমাদের শ্রদ্ধাশীল হওয়া প্রয়োজন ।






    1. Report
  3. Question:বাংলাদেশের প্রায় সব অঞ্জলের জলবায়ু ও অগভীর জলাভুমি একটি ফসল চাষের বিশেষ উপযোগী । ফসলটির নাম কী ? 

    Answer
    ধান






    1. Report
  4. Question:রিতাদের বাড়ি বাংলাদেশের পশ্চিম অঞ্জলে । তাদের অঞ্জলে শীতকালে কোন ফসল উৎপাদিত হয় ?গম 

    Answer
    গম






    1. Report
  5. Question:রফিক তার জমিতে চরিষা চাষ করেছেন । এই সরিষার বীজ থেকে তিনি কী পাবেন ? 

    Answer
    তেল






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd