Question:বিদেশে পাচারের মাধ্যমে নারীদের কোন অধিকার লঙ্ঘিত হয় ?
Answer
মানবাধিকার ।
Question:বিদেশে পাচারের মাধ্যমে নারীদের কোন অধিকার লঙ্ঘিত হয় ?
মানবাধিকার ।
Question:মানুষের ভালোভাবে বেচে থাকার জন্য প্রয়োজন বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা । এই সুযোগ সুবিধা পাওয়ার অধিকারকে কী বলে ? আমাদের জীবনে এসব সুযোগ সুবিধা পাওয়ার প্রয়োজনীয়তা সম্পর্কে চারটি বাক্য লেখ ।
মানুষের ভালোভাবে বেঁচে থাকার জন্য বিভিন্ন সুযোগ সুবিধা পাওয়ার অধিকারকে মানবাধিকার বলে । আমাদের জীবনে মানবাধিকারের প্রয়োজনীয়তা সম্পর্কে চারটি বাক্য - ১. মানুষের জীবনকে ভালোভাবে গড়ে তুলতে সাহায্য করে । ২. লেখাপড়া শিখে যোগ্যতা ও মর্যাদার সাথে সমাজে বসবাসের সুযোগ করে দেয় । ৩. মানুষে মানুষে সম্প্রীতি তৈরী করে । ৪. মানুষের ভালো গুন গুলোকে বিকশিত করতে সাহায্য করে ।
Question:তোমার বিদ্যালয় একটি অটিস্টিক শিশু রয়েছে । তাকে চেনার জন্য উক্ত শিশুটির তিনটি বৈশিষ্ট লেখ । তার সাথে তুমি কীরুপ ব্যবহার করবে তার দুইটি লেখ ।
আমার বিদ্যালয় অটিস্টিক শিশুকে চেনার তিনটি বৈশিষ্ট হলো - ১. তীব্র আলো দেখলে উওেজিত হয় । ২. প্রচন্ড শব্দ শুনে উওেজিত হয় । ৩. একাকি চুপচাপ থাকতে পচন্দ করে । আমার বিদ্যালয় অটিস্টিক শিশুর প্রতি আমি যেরুপ ব্যাবহার করব তা হলো - ১. তাকে কখনো বিরক্ত করব না । ২. তার পছন্দ ও অপছন্দের ব্যাপারে খেয়াল রাখব ।
Question:সোবহান সম্পূর্ন সুস্থ হলেও দৈনিক রুটিন বদল হলে খুবই উওেজিত হয় । সে কোন সমস্যায় আক্রান্ত ? এ ধরনের শিশুকে কীভাবে স্বাভাবিক জীবনে অব্যস্ত করা সম্বভ ? এ ধরনের শিশুদের তিনটি বৈশিষ্ট লেখ ।
সোবহান অটিজম সমস্যায় আক্রান্ত । এ ধরনের শিশুদের সমস্যার ধরন গুলো জেনে সঠিক শিক্ষার মাধ্যমে স্বাভাবিক জীবনে অভ্যস্ত করা সম্ভব । অটিস্টিক শিশুদের তিনটি বৈশিষ্ট - ১. কোন কোন অটিস্টিক শিশু অন্য শিশুদের মতই লেখাপড়া করতে পারে । ২. কোন একটি বিশেষ খেলনা বা বা জিনিসের প্রতি প্রবল আকর্ষন থাকে এবং সেটি সবসময় সাথে রাখে । ৩. কোন কোন অটিস্টিক শিশু চমৎকার প্রতিভার অধিকারি হয় ।
Question:মনির ১০ বছরের শিশু । সে স্কুলে না যেয়ে মিষ্টির দোকানে কাজ করে । মনির কোন অধিকার থেকে বঞ্চিত হচ্ছে । এ ধরনের অধিকার রক্ষায় আমাদের চারটি করনীয় লেখ ।
মনির মানবাধিকার থেকে বঞ্চিত হচ্ছে । মানবাধিকার রক্ষায় আমাদের চারটি করনীয় - ১. বাড়িতে বিদ্যালয় এবং প্রতিবেশির মধ্যে কেউ যদি মানবাধিকার বিরোধি কোন কাজ করে তবে তাকে এ বিষয়ে সচেতন করব । ২. প্রয়োজনে যথাযথ কর্তৃপক্ষকে জানাব । ৩. সরকার কর্তৃক লক্ষ করা বিভিন্ন আইন মেনে চলবে । ৪. মানবাধিকার প্রতিষ্ঠায় বিভিন্ন কাজে অংশ গহন করব ।