বাংলাদেশ ও বিশ্ব পরিচয় - পঞ্চম শ্রেণি



  1. Question:মানবাধিকার কাকে বলে ? মানবাধিকারের চারটি প্রয়োজণীয়তা লেখ । 

    Answer
    মানুষের ভালো বেচে থাকার জন্য প্রয়োজনীয় সুযোগ সুবিধা পাওয়ার অধিকারকে মানবাধিকার বলে । 
    মানবাধিকারের চারটি প্রয়োজনীয়তা -
    ১. মানবাধিকার লেখাপড়া শেষ করে যোগ্যতা ও মর্যাদার সাথে সমাজে বসবাসের সুযোগ করে দেয় ।
    ২. মানুষের ভালো গুনগুলোকে বিকশিত হতে সাহায্য করে । 
    ৩. মানুষে মানুষে সম্প্রীতি তৈরী করে । 
    ৪. সমাজে শান্তি প্রতিষ্ঠায় সাহায্য করে ।






    1. Report
  2. Question:মানবাধিকারের কী ? জাতিসংঘ কত সালে মানবাধিকার সার্বজনীন ঘোষনাপত্র অনুমোদন করে ? তিনটি মৌলিক অধিকরের নাম লেখ । 

    Answer
    মানুষের সকল সুযোগ সুবিধা পাওয়ার অধিকারকে মানবাধিকার বলে । 
    জাতিসংঘ ১৯৪৮ সালের ১০ডিসেম্বর মানবাধিকার ঘোষনাপত্র অনুমোদন করে । 
    তিনটি মৌলিক অধিকার হলো -
    ১. সব মানুষ  জন্মগতভাবে স্বাধীন । 
    ২. আইনের চোখে সব মানুষ সমান । 
    ৩. সবার স্বাধীনভাবে চলাফেরা করার অধিকার ।






    1. Report
  3. Question:বাংলাদেশে কত বছরের নিচে শিশুশ্রম বেআইনি ? শিশুদের মানবাধিকার লঙ্গনের চারটি উদাহরন দাও । 

    Answer
    বাংলাদেশে ১৮ বছরের নিচে শিশুশ্রম বেআইনি ।  শিশুদের মানবাধিকার লঙ্ঘনের চারটি উদাহরন -
    ১. দারিদ্র্যের কারনে শিশু শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হয় । 
    ২. পরিবারের সামর্থ না থাকায় শহরের অনেক শিশু গ্রহহীন থাকে । 
    ৩. অনেক সময় সামান্য কারনে বা বিনা কারনে শিশু শারীরিক নির্যাতনের শিকার হয় ।
    ৪. শিশুদের অনেক সময় বিদেশে পাচার করা হয় ।






    1. Report
  4. Question:নারী ও শিশু পাচার বন্ধ হওয়া প্রয়োজন কেন ? পাঁচটি বাক্য লেখ । 

    Answer
    যেসব কারনে নারী ও শিশু পাচার বন্ধ হওয়া প্রয়োজন তার পাঁচটি বাক্য নিচে লেখা হলো -
    ১. মানবাধিকার বাস্তবায়নের জন্য ।
    ২. নারী ও শিশুদের নিরাপওার জন্য ।
    ৩. সুন্দর জীবন যাপনের জন্য । 
    ৪. ঝুঁকিপূর্ন ও অমানবিক কাজ বন্ধ করার জন্য । 
    ৫. পরিবারের দুংখ কষ্ট লাঘব করার জন্য ।






    1. Report
  5. Question:বিশ্ব নারী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের বক্তৃতায় শ্রেনী শিক্ষক একজন মহীয়সী নরাীর কথ বলেন । তিনি কোন নারীর কথা বলেন ? 

    Answer
    বেগম রোকেয়া ।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd