1. Question:অধিকার ও দায়িত্বের মধ্যে পার্থক্য কী? 

    Answer
    অধিকার ও দায়িত্বের মধ্যে পার্থক্য-
    অধিকার :
    ১. সকলের একটি নাম পাওয়া অধিকার।
    ২. স্নেহ ও ভালোবাসা পাওয়ার অধিকার।
    ৩. খেলাধুলা, বিনোদন ও শিক্ষা লাভের অধিকার।
    ৪. জন্ম নিবন্ধনের অধিকার।
    
    দায়িত্ব :
    ১. পরিবারের নিয়ম কানুন মেনে চলা আমাদের দায়িত্ব।
    ২. মা-বাবা এবং বড়দের শ্রদ্ধা করা।
    ৩. পরিবারের কেউ অসুস্থ হলে সেবাযত্ন করা।
    ৪. মা-বাবা ও পরিবারের বিভিন্ন কাজে সাহায্য করা।






    1. Report
  2. Question:মৌলিক অধিকার কী? 

    Answer
    জীবনকে সুন্দরভাবে গড়ে তোলা জন্য দরকার খাদ্য, পোশাক, শিক্ষা, চিকিৎসা ও বাসস্থান। এগুলোকে পাওয়ার সুযোগই হলো মৌলিক অধিকার।






    1. Report
  3. Question:আমাদের দুটি মৌলিক অধিকারের নাম লেখ। 

    Answer
    আমাদের দুটি মৌলিক অধিকার হচ্ছে- ১.খাদ্যের অধিকার, ২. বাসস্থানের অধিকার।






    1. Report
  4. Question:শিশুর দুটি বিশেষ অধিকারের নাম লেখ। 

    Answer
    শিশু দুটি বিশেষ অধিকারের নাম হচ্ছে- ১. শিক্ষা লাভের অধিকার, ২. স্নেহ ও ভালোবাসা পাওয়ার অধিকার।






    1. Report
  5. Question:শিশু দিবস কবে? 

    Answer
    প্রতিবছর অক্টোবর মাসের প্রথম সোমবার বিশ্ব শিশু দিবস পালন করা হয়।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd