1. Question:শিশুর অধিকারগুলো পূরণ করা দায়িত্ব কার? 

    Answer
    পরিবার, সমাজ ও রাষ্ট্রের দায়িত্ব হলো শিশুর অধিকারগুলো পূরণ করা।






    1. Report
  2. Question:কখন শিশুরা তাদের অধিকারগুলেঅ ভোগ করতে পারবে? 

    Answer
    যখন শিশুরা তাদের দায়িত্বগুলো ভালোভাবে পালন করতে পারবে তখনই তারা তাদের অধিকারগুলো ভোগ করতে পারবে।






    1. Report
  3. Question:পরিবারের শিশুরাও অনেক অধিকার ভোগ করে থাকে। মানুষের মৌলিক অধিকার কয়টি? শিশু হিসেবে তুমি পরিবার থেকে যেসব অধিকার ভোগ কর তার মধ্যে প্রধান চারটি অধিকারে নাম লেখ। 

    Answer
    মানুষের মৌলিক অধিকার ৬টি। আমি পরিবার থেকে যেসব অধিকার ভোগ করে থাকি তার মধ্যে প্রধান চারটি হলো-
    ১. একটি নাম পাওয়ার অধিকার।
    ২. স্নেহ ও ভালোবাসা পাওয়ার অধিকার।
    ৩. শিক্ষার অধিকার।
    ৪. পুষ্টি ও চিকিৎসা পাওয়ার অধিকার।






    1. Report
  4. Question:‘জন্ম নিবন্ধন’ শিশুর কোন ধরনের অধিকার? এ ধরনের আরও দুটি অধিকারের নাম লেখ। শিশুদের জন্য সারা বিশ্বে কোন দিবস পালন করা হয় এবং তা বছরের কোন সময়ে পালন করা হয়? 

    Answer
    ‘জন্ম নিবন্ধন’ শিশুর একটি গুরুত্বপূর্ণ বিশেষ অধিকার। এ ধরনের আরও দুটি অধিকারের নাম হলো-
    ১. খেলাধুলা ও বিশ্রামের অধিকার।
    ২. শিক্ষার অধিকার।
    শিশুদের জন্য সারা বিশ্বে বিশ্ব শিশু দিবস পালন করা হয়। এটি প্রতিবছর অক্টোবর মাসের প্রথম সোমবার পালন করা হয়।






    1. Report
  5. Question:পরিবারের প্রতি শিশুর পাঁচটি দায়িত্বের একটি তালিকা তৈরি কর। 

    Answer
    পরিবারের প্রতি শিশুর অনেক দায়িত্ব রয়েছে। যেমন-
    ১. পরিবারের নিয়মকানুন মেনে চলা।
    ২. মা-বাবা ও বড়দের শ্রদ্ধা করা।
    ৩. পরিবারের কারো অসুখ হলে সেবা যত্ন করা।
    ৪. মা-বাবা ও অন্যদের পরিবারের বিভিন্ন কাজে
    ৫. বড় ভাই-বোনকে সম্মান করা এবং ছোটদের স্নেহ ও আদর করা।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd