1. Question:কোথায় জাতীয় স্মৃতিসৌধ নির্মাণ করা হয়েছে? 

    Answer
    সাভারে জাতীয় স্মৃতিসৌধ নির্মাণ করা হয়েছে।






    1. Report
  2. Question:বাঙালিদের প্রধান সামাজিক উৎসবের নাম কী? 

    Answer
    বাঙালিদের প্রধান সামাজিক উৎসব হলো বাংলা নববর্ষের প্রথম দিন পহেলা বৈশাখ।






    1. Report
  3. Question:১৬ই ডিসেম্বর আমরা কোন দিবস হিসেবে পালন করি? এ দিন কী ঘটেছিল এবং এখন আমরা কী করি তা ৪টি বাক্যে লেখ। 

    Answer
    ১৬ই ডিসেম্বর আমরা বিজয় দিবস হিসেবে পালন করি। ১৯৭১ সালের এর দিনে-
    ১. পাকিস্তানি বাহিনী পরাজিত হয়ে আত্মসমর্পণ করেছিল।
    ২. প্রতি বছর বিভিন্ন অনুষ্ঠান, জাতীয় স্মৃতিসৌধে ফুল প্রদানের মাধ্যমে দিবসটি পালন করি।
    ৩. এ দিনে দেশের বিভিন্ন জায়গায় বিজয় মেলা বসে।
    ৪. এ দিনটি নিয়ে আমাদরে গর্ব হয়।






    1. Report
  4. Question:বাঙালিদের প্রধান সামাজিক উৎসবের নাম কী? এই উৎসবটি সম্পর্কে চারটি বাক্য লেখ। 

    Answer
    বাঙালিদের প্রধান সমজিক উৎসবের নাম হলো পহেলা বৈশাখ। এ দিনে-
    ১. ছোট-বড়, ধনী-গরিব আমরা সবাই পহেলা বৈশাখ অনুষ্ঠানে যোগ দিই।
    ২. দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন গান-বাজনা ও মেলার আয়োজন করা যায়।
    ৩. বৈশাখী মেলায় ছোটদের নানা রকম খেলনা পাওয়া যায়।
    ৪. এদিন নাগরদোলা, নৌকাবাইচ, পুতুলনাট ইত্যাদির আয়োজন করা হয়।






    1. Report
  5. Question:১৬ই ডিসেম্বরকে কেন বিজয় দিবস বলা হয় পাঁচটি বাক্যে লেখ। 

    Answer
    ১৬ই ডিসেম্বর আমাদের বিজয় দিবস। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি বাহিনী পরাজিত হয়ে আত্মসমর্পণ করে। এই দিনে বাংলাদেশেল মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয় সূচিত হয়। আমার পাই স্বাধীন ও সার্বভৌম একটি দেশ। তাই ১৬ই ডিসেম্বরকে বিজয় দিবস বলা হয়।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd