1. Question:নববর্ষ আমার কীভাবে পালন করি, পাঁচটি বাক্যে লেখ। 

    Answer
    পহেলা বৈশাখে আমরা নববর্ষ পালন করে থাকি। এ উপলক্ষে বিভন্ন গান-বাজনা ও বৈশাখী মেলার আয়োজন করা হয়। এসব মেলায় নানা রকমের খেলনা, হাঁড়িপাতিল, পুতুল ও বিভিন্ন রকমের মিষ্টি, কাঠের তৈরি জিনিস ইত্যাদি পাওয়া যায়। ব্যবসায়ীরা নতুন খাতায় নতুন বছরের হিসাব খিলতে শুরু করেন। এ উপলক্ষে বিভিন্ন দোকানে ক্রেতাদের মিষ্টি দিয়ে আপ্যায়ন করা হয়।






    1. Report
  2. Question:২১শে ফেব্রয়ারি কী দিবস? 

    Answer
    ২১শে ফেব্রুয়ারি আমাদের শহিদ দিবস, যা আন্তর্জঅতিক মাতৃভাষা দিবস হিসেবেও স্বীকৃত।






    1. Report
  3. Question:২১শে ফেব্রুয়ারি কাদের স্মৃতিতে পালন করা হয়? 

    Answer
    ভাষা শহিদদের স্মৃতিতে এই দিবসটি পালন করা হয়।






    1. Report
  4. Question:বাংলাভাষার জন্য কখন আন্দোলন হয়েছিল? 

    Answer
    বাংলাভাষার জন্য ১৯৫২ সালে আন্দোলন হয়েছিল।






    1. Report
  5. Question:কয়েকজন ভাষা শহিদদের নাম বল? 

    Answer
    কয়েকজন ভাষা শহিদদের নাম হলো- সালাম, রফিক, জব্বার, বরকত, শফিউর।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd