1. Question:আমাদের পরিবেশ কীভাবে দূষিত হয়? 

    Answer
    নানা কারণে আমাদে রপরিবেশ দূষিত হয়। যেমন-
    বায়ু দূষণ: ধুলাবালি ও ধোঁয়ার ফলে বাতাস গন্ধুযুক্ত ও দূষিত হয়ে আমাদের পরিবেশ দূষিত করে।
    পানি দূষণ: ময়লা আবর্জনা খাল, বিল, পুকুর বা নদীতে মিশে পানি দূষিত হয়ে আমাদের পারিবেশ দূষিত করে।
    শব্দ দূষণ: শব্দ ছাড়া আমরা চলতে পানি না। কিন্তু  উচ্চ শব্দের দ্বারা পরিবেশে শব্দ দূষণ হয়।
    বর্জ্য দূষণ: যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলেলে দুর্গন্ধ ছড়ায় এবং রোগ জীবাণূর সৃষ্টি হয়। ফলে পরিবেশ দূষিত হয়।
    মানুষসৃষ্ট দূষণ: মানুষের সচেতনতার অভাবে পরিবেশ দূষিত হয়।






    1. Report
  2. Question:পরিবেশ দূষণ কী? 

    Answer
    মানুষ ও প্রকৃতির কারণে পরিবেশের স্বাভাবিক অবস্থা নষ্ট হলে তাকে পরিবেশ দূষণ বলে।






    1. Report
  3. Question:ধোঁয়া, ধুলাবালি দ্বারা কী দূষিত হয়? 

    Answer
    ধোঁয়া, ধুলাবালি দ্বারা বায়ু দূষিত হয়।






    1. Report
  4. Question:কী দূষণের ফলে মাছ মারা যায়? 

    Answer
    পানি দূষণের ফলে মাছ মারা যায়।






    1. Report
  5. Question:কী দূষণের ফলে আমরা ক্লান্ত ও বিরক্ত হই? 

    Answer
    রাস্তাঘাটে বা কোনো জায়গায় শব্দ দূষণ সৃষ্টি হলে আমরা ক্লান্ত ও বিরক্ত হই।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd