1. Question:পরিবেশ দূষণের ফলে পশু-পাখির কী ক্ষতি হয়? 

    Answer
    জমিতে অতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের ফলে মাটি দূষণ হয়। এর ফলে ফলানো ফসল পশুপাখি খেলে নানা ধলনের রোগে আক্রান্ত হয়। তাছাড়া ফসলে যে বিষ ছিটিয়ে দেওয়া হয় তা খেয়ে পশুপাখি মারা যায়।






    1. Report
  2. Question:পরিভেশ দূষণের ফলে উদ্ভিদের কী ক্ষতি হয়? 

    Answer
    পরিবেশ দূষণের ফলে মাটির উর্বরা শক্তি কমে যায়। ফলে গাছাপালার বৃদ্ধি ব্যাহত হয়। অনেক গাছের পাতা ফ্যাকাশে হয়ে যায়। ঝড়ে পড়ে যায়,ডাল বাকাণ্ড শুকিয়ে যায়। ফলে গাছপালা মারা যায়।






    1. Report
  3. Question:পরিবেশদূষণের ফলে কী ধরনের রোগ হতে পারে? 

    Answer
    পরিবেশ দূষণের ফলে দূষিত বায়ু ফুসফুসে প্রবেশ করে। এর ফলে ফুসফুসজনিত রোগ হয়। দূষিত পানি দ্বারা ডায়রিয়া, জন্ডিস ইত্যাদি রোগ হয়। উচ্চ স্বরে শব্দের ফলে মাথঅ ব্যাথা, কানে কম শোনা প্রভৃতি রোগ দেখা দেয়।






    1. Report
  4. Question:পানি দূষণের ফলাফল কী? 

    Answer
    পানি দূষণের ফলাফল হলো-
    ১. দূষিত পানিতে মাছ মারা যায়।
    ২. দূষিত পানি পান করলে পেটের পীড়া, আমাশয়, কলেরা, জন্ডিস ইত্যাদি রোগ হয়।
    ৩. অপরিষ্কার পানিতে মশা মাছি জন্মায় ও রোগজীবাণূ ছড়ায়।






    1. Report
  5. Question:মাটি দূষণের ফলাফল কী? 

    Answer
    মাটি দুষণের ফলাফল হলো-
    ১. জমিতে ফসল কম হয়।
    ২. গাছপালা মারা যায়।
    ৩. দূষিত মাটিতে উৎপাদিত ফসল ও শাকসবজি খেলে মানুষের স্বাস্থ্যের ক্ষতি হয়।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd