Question:বাংলাদেশের জনস্যখ্যার ঘনত্ব কত?
Answer
বাঙলাদেশে প্রতি বর্গকিলোমিটারে ১০১৫ জন লোক বাস করে।
Question:বাংলাদেশের জনস্যখ্যার ঘনত্ব কত?
বাঙলাদেশে প্রতি বর্গকিলোমিটারে ১০১৫ জন লোক বাস করে।
Question:বাংলাদেশের নারী অথবা পুরুষ, কাদের সংখ্যা বেশি?
বাংলাদেশে নারী অপেক্ষা পুরুষের সংখ্যা বেশি।
Question:ছোট পরিবারের একটি সুবিধার কথা লেখ।
ছোট পরিবারের সবার প্রয়োজন মেটানো সম্ভব নয়।
Question:যানবাহন ব্যবস্থার উপর অধিক জনসংখ্যার প্রভাব কী?
জনসংখ্যা অধিক হলে সীমিত যানবাহনের উপর চাপ পড়ে। মানুষের যাতায়াত কঠিন হয়। যানবাহনের সংখ্যা কম হলে রাস্তাঘাটে মানুষের ভিড় বাড়ে। এজন্য বাস, ট্রেন, লঞ্চে অতিরিক্ত যাত্রী বহন করতে হয়। এর ফলে অনেক ক্ষেত্রে দুর্ঘটনা ঘটে। মানুষ মারা যায়। আমাদের দেশে প্রতিবছর সড়ক দুর্ঘটনায়, লঞ্চ ডুবিতে অনেক লোক মারা যায়।
Question:পরিবেশের উপর অধিক জনসংখ্যার ক্ষতিকর প্রভাব কীভাবে রোধ করা যায়?
বাংলাদেশ একটি জনবহুল দেশ। দেশের আয়তনের তুলনায় জনসংখ্যার ঘনত্ব অনেক বেশি। অধিক জনসংখ্যা পরিবেশের উপর নানা ধরনের প্রভাব সৃষ্টি করে। পরিবেশের ওপর অধিক জনসংখ্যার প্রভা রোধ করতে আমাদের সবার সচেতন হবে। এই ক্ষতিকর প্রভাব রোধের উপায়- ১. ছোট পরিবার গঠন করা উচিত। ২. জনগণকে শিক্ষিত করে গড়ে তুলতে হবে। ৩. জনগণকে সচেতন করার ব্যবস্থা করতে হবে।