1. Question:আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ কোনটি? 

    Answer
    প্রাকৃতিক গ্যাস আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ।






    1. Report
  2. Question:বাংলাদেশের কোন তিনটি বিভাগ সমুদ্র সীমানার পাশ দিয়ে আছে? 

    Answer
    বাংলাদেশের চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগ সমুদ্রসীমার পাশ দিয়ে আছে।






    1. Report
  3. Question:কোন বিভাগের সমুদ্র উপকূল দীর্ঘতম? 

    Answer
    চট্টগ্রাম বিভাগের সমুদ্র ইপকূল দীর্ঘতম।






    1. Report
  4. Question:ধান কেন সব জায়গায় জন্মে? 

    Answer
    বাংলাদেশের মাটি ও আবহাওয়া ধান চাষে বেশ উপযোগী। তা ছাড়া এদেশের ভূমি সমতল, উর্বর মাটি ও প্রচুর বৃষ্টিপাত হয় বলে সব জায়গায় ধান জন্মে।






    1. Report
  5. Question:অর্থকরী ফসল বলতে কী বোঝা? 

    Answer
    যে ফসল বিদেশে রপ্তানি করে অর্থ উপার্জন করা হয় তাকে অর্থকরী ফসল বলে। যেমন- পাট ও চা।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd