1. Question:পূর্বে কোন দুটি মহাদেশ অবস্থিত? 

    Answer
    পূর্বে এশিয়া ও অস্ট্রেলিয়া মহাদেশ অবস্থিত।






    1. Report
  2. Question:বাংলাদেশের দক্ষিণে কোন মহাসাগর অবস্থিত? 

    Answer
    বাংলাদেশের দক্ষিণে ভারত মহাসাগর অবস্থিত।






    1. Report
  3. Question:বাংলাদেশ কোন মহাদেশের কোনটিকে অবস্থিত? 

    Answer
    বাংলাদেশে এশিয়া মহাদেশের দক্ষিণ দিকে অবস্থিত।






    1. Report
  4. Question:বাংলাদেশের ভৌগলিক অবস্থান পাঁচটি বাক্যে লেখ। 

    Answer
    বাংলাদেশের আয়তন ১,৪৭,৫৭০ বর্গকিলোমিটার। বাংলাদেশের তিন দিকে ভারত দ্বারা বেষ্টিত। দক্ষিণ দিকে রয়েছে বঙ্গোপসাগর। বাংলাদেশের অধিকাংশ স্থান সমতল ভূমি। বাংলাদেশের দক্ষিণ-পূর্ব দিকে চট্টগ্রাম বিভাগ এবং উত্তর-পূর্ব দিকে সিলেট বিভাগে কিছু পাহাড় রয়েছে।






    1. Report
  5. Question:আমাদের দেশকেনদীমাতৃক দেশ বলা হয় কেন? পাঁচটি বাক্যে লেখ। 

    Answer
    আমাদের দেশে অসংখ নদী আছে। কোনোটি বড়গ আবার কোনোটি ছোট। এ নদীগুলো হলো পদ্মা, মেঘনা, যমুনা, ব্রক্ষ্মপুত্র ও কর্ণফুলি। এগুলো বিভিন্ন পাহাড়-পর্বত থেকে সৃষ্টি হয়ে ঢালুর দিকে বয়ে গেছে। এই নদীগুলো একটি অন্যটির সাথে মিশে বঙ্গোপসাগরে পড়েছে। অসংখ্য নদী আছে বলে বাংলাদেশের নদীমাতৃক দেশ বলা হয়।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd