1. Question:জেলে কী কাজ করেন? 

    Answer
    জেলেরা খাল-বিল, হাওর-বাঁওড়, নদী ও সাগরে জাল দিয়ে মাছ ধরেন।






    1. Report
  2. Question:যারা তৈরি করেন এমন পাঁচটি পেশার নাম লেখ। 

    Answer
    ১. কুমার, ২. দর্জি, ৩. তাঁতি, ৪. রাজমিস্ত্রি, ৫. কাঠমিস্ত্রি।






    1. Report
  3. Question:আমরা কাদে কাছ থেকে পোশাক পাই? 

    Answer
    আমরা তঁতি ও দর্জির কাছ থেকে পোশাক পাই।






    1. Report
  4. Question:তাঁতি কী কাজ করেন? 

    Answer
    তাঁতি সুতা দিয়ে কাপড় তৈরি করেন।






    1. Report
  5. Question:রাজমিস্ত্রি কী দিয়ে ঘর-বাড়ি তৈরি করেন? 

    Answer
    রাজমিস্ত্রি ইট, সিমেন্ট, বালু, লোহার রড ইত্যাদি দিয়ে ঘর-বাড়ি তৈরি করেন।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd