Question:পেশা কী?
Answer
মানুষ যে কাজের মাধ্যমে অর্থ উপার্জন করে তাকে পেশা বলে।
Question:পেশা কী?
মানুষ যে কাজের মাধ্যমে অর্থ উপার্জন করে তাকে পেশা বলে।
Question:যারা উৎপাদন করেন তাদের পেশার একটি উদাহরণ দাও।
কৃষক : যারা কৃষিকাজ করেন তাদের আমরা কৃষক বলি। কৃষক ধান, পাট, বেগুন, গাজর, মুলাসহ নানারকম ফসল ও সবজি চাষ করেন। আমরা নানারকম খাদ্য খাই। এর সবই কৃষক উৎপাদন করেন।
Question:যারা তৈরি করেন তাদের পেশার একটি উদাহরণ দাও।
যারা তৈরি করেন তাদের পেশার একটি উদাহরণ হলো- কুমার। কুমার কাদামাটি দিয়ে হাঁড়ি, পাতিল, কলস, টব ইত্যাদি তৈরি করেন। এগুলো আমরা ঘরের বিভিন্ন কাজে ব্যবহার করি।
Question:কোন পেশার মানুষেরা দান করেন?
শিক্ষক : শিক্ষক শিক্ষার্থীদের স্কুলে পড়ালেখা শোখান। ডাক্তার : ডাক্তার আমাদের চিকিৎসা সেবা দিয়ে থাকেন। চালক : চালক আমাদের বিভিন্ন জায়গায় আনা-নেওয়া করেন। পুলিশ : পুলিশ আমাদের দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় কাজ করেন।
Question:মানুষ কীভাবে উৎপাদনের মাধ্যমে অর্থ আয় করেন তা একটি উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও।
মানুষ বিভিন্ন পন্য উৎপাদন করে অর্থ আয় করে। ধরা যাক, রহিম একজন কৃষক। তিনি তার জমিতে ধান উৎপাদন করেন। এই ধান তিনি বজারে বিক্রি করেন। ধান বিক্রি করে যে টাকা পান তাই হলো অর্থ। এভাবে রহিম বিভিন্ন ফসল উৎপাদন করে যে অর্থ উপার্জন করেন তাই তার আয় বলে বিবেচিত হয়।