1. Question:তোমার এলাকায় বিভিন্ন পেশাজীবীর মানুষ রয়েছে। কারা ফসল ফলান? আরও চারজন পেশাজীবীর কাছ থেকে তুমি কীকী সেবা পেয়ে থাক তা লেখ। 

    Answer
    কৃষকরা ফসল ফলান।
    যে চারজন পেশাজীবীর কাছ থেকে আমি সেবা নিতে পারি তা হলো:
    ১. হাঁড়ি-পাতিল: রান্নার কাজে ব্যবহার করি।
    ২. কলস: পানি রাখার কাজে লাগাই।
    ৩. টব: ফুল গাছ লাগাই।
    ৪. মাটির পুতুল: শিশুরা খেলার জন্য ব্যবহার করে।






    1. Report
  2. Question:অসুখ হলে আমরা কোথায় ভর্তি হই। আমাদের রোগ-ব্যাধি নির্ণয় করেন কে? হাসপাতালের নার্সের তিনটি কাজের কথা লেখ। 

    Answer
    অসুখ হলে আমরা হাসপাতালে ভর্তি হই। ডাক্তার আমাদের রোগ-ব্যধি নির্ণয় করেন। হাসপতালে নার্সের তিনটি কাজ হলো-
    ১. একজন নার্স হাসাপাতালে রোগীদের সেবা দিয়ে থাকেন।
    ২. নার্স হাসপতালে ভর্তি হওয়া রোগীর ওষুধ ও পথ্য খাওয়ান।
    ৩. নার্সরা ডাক্তারের কাজে সাহায্য করেন।






    1. Report
  3. Question:তাঁতি কী দিয়ে কাপড় তৈরি করেন? কী দিয়ে পোশাক তৈরি হয় এবং কে তৈরি করেন? নতুন পোশাক পেলে তোমার কেমন লাগে তা দুটি বাক্যে লেখ। 

    Answer
    তাঁতি সুতি, রেশম ও পশমের সুতা দিয়ে কাপড় তৈরি করেন। কাপড় দিয়ে পোশাক তৈরি হয়। দুর্জি পেশাক তৈরি করেন।
    ১. নতুন পোশাক পেলে আমরা অনেক খুশি লাগে।
    ২. উৎসব অনুষ্ঠানে আমি নতুন পোষাক পরে থাকি।






    1. Report
  4. Question:পেশা বলতে কী বুঝ? 

    Answer
    যে কাজ করে মানুষ অর্থ উপার্জন করে তাকে পেশা বলে।






    1. Report
  5. Question:উৎপাদন কাজের সাথে জড়িত দুটি পেশার নাম বল। 

    Answer
    উৎপাদন কাজের সাথে জড়িত দুটি পেশার নাম হলো- ক. কৃষি কাজ, খ. মাছ ধরা।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd