Question:টিভিতে তুমি প্রথম দেখলে পরিচ্ছন্ন পরিবেশে শিশুরা কেলছে। আবার দ্বিতীয়বার দেখলে ময়লা আবর্জনা যুক্ত পরিবেশে শিশুরা খেলা করছে। এ দুটি পরিবেশের মধ্যে কোনটিকে তুমি ঠিক বলে মনে কর না? দ্বিতীয় পরিবেশকে ভালো রাখার জন্যে চারটি উপায় উল্লেখ কর।
Answer
দ্বিতীয় পরিবেশটিকে আমি ঠিক বলে মনে করি না। দ্বিতীয় পরিবেখশকে ভালো করা জন্যচারটি উপায় হলো- ১. নির্দিষ্ট স্থানে ময়লা-আবর্জনা ফেলা। ২. বাড়ি, রাস্তাঘাট, খেলার মাঠ পরিষ্কার রাখা। ৩. অপরিষ্কার ডোবা বা পুকুর থাকলে তা পরিষ্কার রাখা। ৪. যখানে সেখানে থুথু, কাশি না ফেলা।