1. Question:কোন দেশকে নদীমাতৃক দেশ বলে? বাংলাদেশের নদীগুলো কীসের মতো ছড়িয়ে আছে? এদেশের প্রধান তিনটি নদীর নাম উল্লেখ কর। 

    Answer
    বাংলাদেশকে নদীমাতৃক দেশ বলে। বাংলাদেশের নদীগুলো জালের মতো ছড়িয়ে আছে। এদেশের প্রধান চারটি নদীর নাম- ১. পদ্মা, ২. মেঘনা, ৩. যমুনা।






    1. Report
  2. Question:বাংলাদেশের প্রধান খনিজ সম্পদের নাম কী? এ ছাড়া অন্য চারটি খনিজ সম্পদের নাম উল্লেখ কর। 

    Answer
    বাঙলাদেশের প্রধান খনিজ সম্পদের নাম প্রাকৃতিক গ্যাস। তাছাড়া চারটি খনিজ সম্পদের নাম- কয়লা, চুনাপাথর, কঠিন শিলা ও সিলিকা বালি।






    1. Report
  3. Question:বাংলাদেশের নদীগুলো বঙ্গোপসাগরে পড়েছে? নদীর উপকারিতার চারটি দিক উল্লেখ কর। 

    Answer
    বাংলাদেশের নদীগুলো বঙ্গোপসাগরে পড়েছে। নদী আমাদের অনেক উপকারে আসে। যেমন-
    ১. নদীর পান দিয়ে আমরা কৃষি জমিতে পানি সেচ দিই।
    ২. নদীর মাধ্যমে যাতায়াত ও অল্প খরচে মালামাল আনা নেওয়া করা যায়।
    ৩. নদী থেকে আমরা প্রচুর মাছ পেয়ে থাকি।
    ৪. বন্যা হলে নদীর পানি সমতল ভূমিতে প্লাবিত হয়ে জমিতে পলি পড়ে।






    1. Report
  4. Question:বাংলাদেশের ভৌগলিক অবস্থান পাঁচটি বাক্যে লেখ। 

    Answer
    বাংলাদেশের আয়তন ১,৪৭,৫৭০ বর্গকিলোমিটার। বাংলাদেশের তিন দিকে ভারত দ্বারা বেষ্টিত। দক্ষিণ দিকে রয়েছে বঙ্গোপসাগর। বাংলাদেশের অধিকাংশ স্থান সমতল ভূমি। বাংলাদেশের দক্ষিণ-পূর্ব দিকে চট্টগ্রাম বিভাগ এবং উত্তর-পূর্ব দিকে সিলেট বিভাগে কিছু পাহাড় রয়েছে।






    1. Report
  5. Question:আমাদের দেশকেনদীমাতৃক দেশ বলা হয় কেন? পাঁচটি বাক্যে লেখ। 

    Answer
    আমাদের দেশে অসংখ নদী আছে। কোনোটি বড়গ আবার কোনোটি ছোট। এ নদীগুলো হলো পদ্মা, মেঘনা, যমুনা, ব্রক্ষ্মপুত্র ও কর্ণফুলি। এগুলো বিভিন্ন পাহাড়-পর্বত থেকে সৃষ্টি হয়ে ঢালুর দিকে বয়ে গেছে। এই নদীগুলো একটি অন্যটির সাথে মিশে বঙ্গোপসাগরে পড়েছে। অসংখ্য নদী আছে বলে বাংলাদেশের নদীমাতৃক দেশ বলা হয়।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd