1. Question:কয়েক ধরনের ডালের নাম বল। 

    Answer
    মসুর ডাল, খেসারি, বুট ডাল, মাসকলাই, মুগ ডাল ইত্রাদি।






    1. Report
  2. Question:বঙ্গবন্ধু কোথায় জন্মগ্রহণ করেন? 

    Answer
    বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯২০ সালের ১৭েই মার্চ গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রাম জন্মগ্রহণ করেন।






    1. Report
  3. Question:কোথঅয় ও কখন বঙ্গবন্ধু তাঁর ঐতিহাসিক ভাষন দেন? 

    Answer
    বঙ্গবন্ধু ঢাকার রেসকোর্স ময়দানে ১৯৭১ সালের ৭ই মার্চ ঐতিহাসিক ভাষণ দেন।






    1. Report
  4. Question:মুক্তিযুদ্ধে আমরা কাদের পরাজিত করি? 

    Answer
    মুক্তিযুদ্ধে আমরা পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করি।






    1. Report
  5. Question:কীভাবে বঙ্গবন্ধু শহিদ হন? 

    Answer
    ১৯৭৫ সালের ১৫ই আগস্ট একদল ষড়যন্ত্রকারী ও দেশের শত্রদের হাতে বঙ্গবন্ধু সপরিবারে শহিদ হন।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd