1. Question:দুর্যোগের সময় খাবার পানি কীভাবে পান করতে হবে? 

    Answer
    দুর্যোগে বিশুদ্ধ বা নিরাপদ পানি পান করতে হবে। যে টিউবওয়েলের মুখ পানিতে ডোবেনিেএমন টিউবওয়েলের পানি পানের জন্য নিরাপদ। প্রয়োজনে পানি ভালোভাবে ফুটিয়ে কিংবা পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বা ফিটকিরি ব্যবহার করে পান করতে হবে।






    1. Report
  2. Question:নদীভাঙন মোকাবিলায় প্রস্তুতি সম্পর্কে লেখ। 

    Answer
    কোথাও নদীভাঙনের আশঙ্কা দেখা দিলে প্রথমেই জীবন ও সম্পদ রক্ষার প্রস্তুতি নিতে হবে। কোথাও আশ্রয় নেওয়া যায় তা আগে থেকেই ঠিক করতে হবে। তাছাড়া সময় থাকতে শিশু, বৃদ্ধ, গর্ভবতী নারী, প্রসূতি ও প্রতিবন্দীদের নিরাপদ আশ্রয়ে বা আত্মীয়ের বাড়ি পাঠাতে হবে। বাড়ির হাঁস, মুরগি, গরু ছাগল নিরাপদ স্থানে সরিয়ে রাখতে হবে। ঘরের মূল্যবান সামগ্রী ও দলিলপত্র আগে থেকে নিরাপদ স্থানে সরাতে হবে। ভাঙন কাছাকাছি আসার আগেই ঘর নিরাপদ স্থানে সরাতে হবে।






    1. Report
  3. Question:বাংলাদেশের ভূমিকম্প প্রবণ এলাকা বলতে কী বোঝ? 

    Answer
    বাংলাদেশের কোনো কোনো অঞ্চল বেশি রকম ভূমিকম্প ঝুঁকির মধ্যে আছে। এগুলোকে বলা হয় বাংলাদেশের ভূমিকম্প প্রবণ এলাকা। যেমন- দিনাজপুর, রংপুর, বগুড়া, টাঙ্গাইল, ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার। দেশের অন্যন এলাকার যে ভূমিকম্পের আশঙ্ক নেই তা নয়।






    1. Report
  4. Question:আইলা ও সিডরে ক্ষয়ক্ষতির বর্ণনা দাও। 

    Answer
    আইলা ও সিডর দুটি প্রাকৃতিক দুর্যোগ। দুর্যোগ দুটিতে আমাদের দেশের উপকূলবর্তী এলাকায় প্রাণহানি ও সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এছাড়া বিস্তীর্ণ জনপদে লবণাক্ত পানি ঢুকে ফসলাদি, বাড়িঘর ও অন্যান্য প্রতিষ্ঠা ব্যাপক ক্ষতি হয়েছে। খাবার পানির তীব্র অভাব দেখা দিয়েছে। সুন্দরবনের প্রায় এক-চতুর্থাংশ বন নষ্ট হয়েছে। জীবনবৈচিত্র্য ও মৎস্য সম্পদের অনেক ক্ষতি হয়েছে।






    1. Report
  5. Question:পৃথিবীর সর্বত্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে কেন? 

    Answer
    নানা কারণে পৃথিবীর উষ্ণায়ন ঘটছে। ফলে জলবায়ু পরিবর্তিত হচ্ছে। এর নানারকম নেতিবাচক প্রভাব রয়েছে। ইতোমধ্যে অনেক দেশেই এসব ক্ষতিকর প্রভাব পরিলক্ষিত হচ্ছে। বৈশ্বিক উষ্ণায়নের এই নেতিবাচক প্রভাবের কারণেই পৃথিবীর সর্বত্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd