1. Question:ভূমিকম্পের সময় কী ব্যবহার করা যায় না? 

    Answer
    ভুমিকম্পের সময় লিফট ব্যবহার করা যায় না।






    1. Report
  2. Question:পরিবেশ দূষণের সবচেয়ে বড় কারণ কী? 

    Answer
    পডরিবেশ দূষণের সবচেয়ে বড় কারণ বন উজাড়করণ।






    1. Report
  3. Question:কেন ভূমিধস ঘটে থাকে? 

    Answer
    বাড়ি বৃষ্টিপাতের ফলে ভূমিধস ঘটে থাকে।






    1. Report
  4. Question:বৈশ্বিক উষ্ণতা বৃদ্দির একটা কারণ উল্লেখ কর। 

    Answer
    বিশ্বের উন্নত দেশগুলো অধিক হারে জীবাশ্ম জ্বালানি ব্যবহার করে পরিবেশ নষ্ট করছে। তাছাাড়া এসব দেশ পারমাণবিক চুল্লি ব্যবহার করে, যা প্রচুর বর্জ্য সৃষ্টি হয়। এই বর্জ্যও গ্রিনহাউস গ্যঅস বৃদ্ধি করছে। শিল্প-কারখানার বর্জ্য ও কালো ধোঁয়া থেকেও প্রচুর পরিমাণে পারদ, সিসা ও আর্সেনিক নির্গত হয়। এটাও বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণ।






    1. Report
  5. Question:দুর্যোগের ধরন সম্পর্কে ব্যাখ্যা কর। 

    Answer
    দুর্যোগ দুই ধরনের। যথা- প্রাকৃতিক দুর্যোগ এবং মানবসৃষ্ট দুর্যোগ। প্রাকৃতিক দুর্যোগ আকস্মিকভাবে ঘটে এবঙ তার ওপর সাধারণত মানুষের হাত থাকে না কিন্তু মানব সৃষ্ট দুর্যোগ অনেকটা মানুষের কর্মকান্ডের ফল এবং মানুষ সচেতন ও সতর্ক থাকলে তা থেকে আত্মরক্ষা করতে পারে। মানুষের অপকর্ম বা দূরদৃষ্টির অভাবে যে দুর্যোগ সৃষ্টি হয় এবং যা মানুষের প্রাণহানি ঘটানোর পাশাপাশি তার স্বাভাবিক জীবনযাত্রাকে বিপর্যস্ত করে, পরিবেশের ভারসাম্য বিনষ্ট করে এবং সমাজকে অস্থিতিশীল করে তোলে তাকে মানবসৃষ্ট দুর্যোগ বলে।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd