1. Question:মুজিবনগর সরকারের কার্যক্রমকে কয় ভাগে ভাগ করা যায় এবং কী কী? 

    Answer
    মুজিবনগর সরকারের কার্যক্রমকে দুই ভাগে ভাগ করা যায়। যথা- ক. বেসামরিক প্রশাসন, খ. সামরিক কার্যক্রম।






    1. Report
  2. Question:মুক্তিযুদ্ধের সময় ‍যুদ্ধ পরিচালনার সুবিধার্থে বাংলাদেশকে কয়টি সেক্টরে বিভক্ত করা হয়। 

    Answer
    মুক্তিযুদ্ধের সময় ‍যুদ্ধ পরিচালনার সুবিধার্থে বাংলাদেশকে ১১টি সেক্টরে বিভক্ত করা হয়।






    1. Report
  3. Question:রণাঙ্গনকে কয়টি বিগেড কোর্সে বিভক্ত করা হয়েছিল এবং কী কী? 

    Answer
    রণাঙ্গনকে তিনটি বিগ্রেড কোর্সে বিভক্ত করা হয়েছিল। ফোর্সগুলো ছিল জেড ফোর্স, এস ফোর্স, কে ফোর্স।






    1. Report
  4. Question:তিনটি ফোর্সের অধিনায়ক কারা ছিলেন? 

    Answer
    মেজর জিয়াউর রহমান ছিলেন জেড ফোর্সের, মেজর কে. এম শফিউল্লাহ ছিলেন এস ফোর্সের এবং মেজর খালেদ মোশারফ ছিলেন কে ফোর্সের অধিনায়ক।






    1. Report
  5. Question:কখন ঢাকা নাগরিক শান্তি কমিটি গঠিত হয়? 

    Answer
    ১৯৭১ সালের ৯ই এপ্রিল ‘ঢঅকা নাগরিক শান্তি কমিটি’ গঠিত হয়।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd