Question:জাতিসংঘ গঠনের কারণ ব্যাক্যা করা।
Answer
বিশ্বশান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৪৫ সালের ২৪শে অক্টোবর জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছিল। বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন, আন্তর্জাতিক বিরোধ মীমাংসা, পৃথিবীর সকল শ্রেণির মানুষের মৌলিক অধিকার রক্ষা, পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রের নিরাপত্তা রক্ষা ইত্যাদি নানা কারণে জাতিসংঘ গঠিত হয়েছে। এছাড়া অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক সমস্যা সমাধান ও উন্নয়নের লক্ষ্যে জাতিসংঘ প্রতিষ্ঠা লাভ করে।