1. Question:ভিক্টোরিয়া পার্কের আগে নাম কী ছিল? 

    Answer
    ভিক্টোরিয়া পার্কের আগের নাম ছিল আন্টাঘর ময়দান।






    1. Report
  2. Question:আহসান মঞ্জিল স্থাপত্যর্কীতিটি কোন নদীর তীরে অবস্থতিত? 

    Answer
    আহসান মঞ্জিল স্থাপত্যর্কীতিটি বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থতিত।






    1. Report
  3. Question:বাহদুর শাহ পার্ক-এর সাথে কোন ঘটনা জড়িত উল্লেখ কর। 

    Answer
    বাহাদুর শাহ পার্ক-এর আগে নাম ছিল আন্টাঘর ময়দান। ১৮৫৭ সালে সিপাহিবিদ্রোহের বিদ্রোহী সৈন্যদের আন্টাঘর ময়দানে গাছের সঙ্গে ঝুলিয়ে ফাঁসি দেয়। ঘটনার ঠিক একশো বছর পর ১৯৫৭ সালে এখানে সৈনিকদের স্মৃতিতে একটি স্মৃতিস্তম্ভ নির্মিত হয়।






    1. Report
  4. Question:সামাজিকীকরণ কী? 

    Answer
    সামাজিকীকরণ একটি চলমান প্রক্রিয়া। সমাজের নিয়মনীতি আয়ত্ত করার প্রক্রিয়াকেই বলা হয় সামাজিকীকরণ।






    1. Report
  5. Question:গণমাধ্যম কাকে বলে? 

    Answer
    জনগণের কাছে সংবাদ, মতামত ও বিনোদন পরিবেশন যেসব মাধ্যমে করা হয় তাকেই বলা হয় গণমাধ্যম।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd