1. Question:সামাজিককীকরণে স্থানীয় সমাজের ভূমিকা লেখ। 

    Answer
    বাবা-মা বা পরিবারের পর স্থানীয় সমাজই শিশুর সমাজিকীকরণের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চারপাশের মানুষের আচার-আচরণ ও রীতিনীতি দেখতে দেখতে শিশু বেড়ে ওঠে। এভাবে সে সহজেই রীতিনীতি শিখে যায়। স্থানীয় মানুষের ভাষা ও মুল্যবোধ তার আচরণে প্রভাব ফেলে।






    1. Report
  2. Question:সামাজিকীকরণের কোন মাধ্যমে শিশু গুণাবলি বিকাশে সহায়তা করে, ব্যাখ্যা কর। 

    Answer
    সমাজিকীকরণে সমবয়সী বা সঙ্গীর মাধ্যমে শিশুর গুণাবলি বিকাশে সহায়তা করে। শৈশবে সমবয়সীদের সঙ্গে খেলাধুলার আকর্ষণ থাকে অপ্রতিরোধ্য। এখানে খেলার সাথিরা একে অপরের কাজে থেকে অনেক কিছু শেখে। কথাবার্তা, আচার-আচরণ ও চালচলনের ক্ষেত্রে তারা একে অন্যকে প্রভাবিত করে। এর মধ্য দিয়ে তাদের সহমর্মিতা, সহযোগিতা, সহনশীলতা ও নেতৃত্বের গুণগুলো বিকশিত হয়






    1. Report
  3. Question:ব্যক্তির সামাজিকীকরণে সংবাদপত্রের ভূমিকা বর্ণনা কর। 

    Answer
    সামাজিকীকরণের ক্ষেত্রে সংবাদপত্র একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের মতো উন্নয়নশীল দেশে সংবাদপত্র জনশিক্ষার একটি প্রধান মাধ্যম। আপন সমাজ ও বিশ্ব সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা সৃষ্টির মাধ্যমে তা মানুষের মনের সংকীর্ণতা দূর করে। তাদের মধ্যে পারস্পরিক সহনশীলতা, সহমর্মিতা ও বিশ্বজনীনতার বোধ সৃষ্টি করে।






    1. Report
  4. Question:সমাজ উন্নয়নে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রভাব ব্যাখ্যা কর। 

    Answer
    ইন্টারনেট প্রযুক্তি বর্তমানে দেশ বা দেশের বাইরে এক মানুষের সঙ্গে অন্য মানুষের যোগাযোগকে খুবই সহজ করে দিয়েছে। আত্মীয়স্বজন বা বন্ধুবান্ধবের সঙ্গে ভাববিনিময়, পরস্পরের খোঁজখবর নেওয়া কিংবা ব্যবসায়িক প্রতিপক্ষের সঙ্গে পণ্যবিনিময় সংক্রান্ত আলোচনা, চুক্তি ইত্যাদি এখন ঘরে বসেও অল্প সময়েই করা যায়। এভাবে ব্যক্তির সামাজিকীকরণে ও তার মাধ্যমে সমাজের উন্নয়নে তথ্যপ্রযুক্তি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।






    1. Report
  5. Question:শিশুর সামাজিকীকরণে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রয়োজনীয়তা ব্যাখ্যা কর। 

    Answer
    একটি শিশুর সামাজিকীকরণ শুরু হয় তাদের পরিবার থেকে, শিক্ষাপ্রতিষ্ঠানে সে ধারা অবিচ্ছিন্ন থাকে। শিক্ষাপ্রতিষ্ঠান সামাজিকীকরণের এমন একটি মাধ্যম যেখানে শিশু বিশেষ দক্ষতা ও মূল্যবোধ অর্জন করে। শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, সহপাঠী, আচার-অনুষ্ঠান, বইপুস্তক, নিয়মকানুন শিশুর মনে নানাভাবে প্রভাব বিস্তার করে, যা সামাজিকীকরণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd