1. Question:বর্তমান সমাজে কীসের অপব্যবহার কিশোরদের অপরাধের দিকে ধাবিত করে? 

    Answer
    বর্তমান সমাজে মোবাইল ও ইন্টারনেটের অপব্যবহার কিশোরদের অপরাধের দিকে ধাবিত করে?






    1. Report
  2. Question:কিশোররা কিভাবে ধুমপানের অভ্যাস গড়ে তোলে 

    Answer
    কিশোররা কৌতুহলবশত ধুমপানের অভ্যাস গড়ে তোলে।






    1. Report
  3. Question:কিশোর অপরাধ দূরীকরণে বিদ্যালয়ের পরিবেশ কেমন হতে হবে? 

    Answer
    কিশোর অপরাধ দূরীকরণে বিদ্যালয়ের পরিবেশ সুন্দর ও বন্ধু ভাবাপন্ন হতে হবে।






    1. Report
  4. Question:মাদকাসক্তি রোধে কোন প্রতিজ্ঞায় তরুণদের উদ্বুদ্ধ করতে হবে? 

    Answer
    মাদকাসক্ত রোধে ‘মাদককে না বলুন’- এই প্রতিজ্ঞায় তরুণদের উদ্বুদ্ধ করতে হবে।






    1. Report
  5. Question:কিশোর মনে হতাশা সৃষ্টির কারণ কী? 

    Answer
    কিশোর মনে হতাশা সৃষ্টির কারণ হলো- পারিবারিক অশান্তি, বেকারত্ব, প্রেমে ব্যর্থতা, প্রিয়জনের মৃত্যু ইত্যাদি।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd