Question:সংস্কৃতি কী?
Answer
সংস্কৃতি হলো মানুষের আচরণের সমষ্টি।
Question:সংস্কৃতি কী?
সংস্কৃতি হলো মানুষের আচরণের সমষ্টি।
Question:কামরুল হাসান কে ছিলেন?
কামরুল হাসান ছিলেন আধুনিক চিত্রকলা চর্চার একজন অগ্রদূত।
Question:বাংলাদেশে কত সালে ভাষা আন্দোলন হয়?
বাংলাদেশের ১৯৫২ সালে ভাষা আন্দোলন হয়।
Question:পোড়ামাটির শিল্প বলতে কী বোঝায়?
ছাঁচ অনুযায়ী মাটির তৈরি পোড়ানো ইট দিয়ে মন্দির বানানো হতো। তবে এক্ষেত্রে শিল্পমূল্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মাটির ফলক বা পাত তৈরি করে তাতে ছবি উৎকীর্ণ করে পুুড়িয়ে স্থায়ী রূপ দেওয়া। এগুলোকে টেরাকোটা বা পোড়ামাটির শিল্প বলা হয়।
Question:‘বাংলা তাঁতশিল্পের সুনাম বহুকালের’ কথাটি বুঝিয়ে লেখ।
বাংলা তাঁতশিল্পের সুনাম বহুকালের। প্রাচীন বাংলার দুকূল কাপড়ের বেশ খ্যাতি ছিল। কৌটিল্য বলেছেন, “পুন্ড্রদেশের দুকূল শ্যামবর্ণ এবং মনির মতো মসৃণ। দুকূল ছিল খুব মিহি আর ক্ষৌমবস্ত্র একটু মোটা। বাংলা বিখ্যাত মসলিন কাপড় সূক্ষ্ম ও উন্নতমানের ছিল। সিল্ক, জামদানি, টাঙ্গাইল, গরদ ইত্যাদি বাংলার শাড়ির খ্যাতি সুপরিচিত ছিল।