1. Question:মারামারা কোন দিনগুলোতে প্রদীপ জ্বালিয়ে বৃদ্ধের পূজা করে? 

    Answer
    মারমারা বৌদ্ধ ধর্মালম্বী। তারা বৈশাখি পূর্নিমা, আশ্বিনী পূর্ণিমা, কার্তিকী পূর্নিমা, মাঘী পূর্ণিমা ইত্যাদি দিনগুলোকে বৌদ্ধমন্দিরে ফুল দিয়ে এবং প্রদীপ জ্বালিয়ে বুদ্ধের পূজা করে।






    1. Report
  2. Question:‘রাখাইন’ শব্দের উৎপত্তি বিশ্লেষণ কর। 

    Answer
    পালিভাষা হতে ‘রক্ষা’ বা ‘রক্ষাইন’ শব্দের উৎপত্তি হয়েছে। এর অর্থ হচ্ছে রক্ষণশীল জাতি। উচ্চারণ সহজ করে এখন রাক্ষাইন শব্দের বদলে ‘রাখাইন’ ব্যবহৃত হয়ে থাকে।






    1. Report
  3. Question:সাঁওতালরা কাকে বীর হিসেবে ভক্তি করে? 

    Answer
    বিশ শতকের প্রথম ভাবে সাঁওতাল বিদ্রোহ সংঘটিত হয়। এটি উপমহাদেশের একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনা। এই বিদ্রোহের নায়ক ছিল দুই ভাই সিধু ও কানু। সাঁওতালরা এই দুই ভাইকে বীর হিসেবে ভক্তি করে।






    1. Report
  4. Question:সাঁওতালদের দৈহিক বৈশিষ্ট্য কীরূপ? 

    Answer
    সাঁওতালরা অস্ট্রালয়েড জনগোষ্ঠীভুক্ত লোক। তাঁদের দেহের রং কালো, উচ্চতা মাঝারি ধরনের এবং চুল কালো ও ঈষৎ ঢেউ খেলানো।






    1. Report
  5. Question:বাংলাদেশের বেশির ভাগ এলাকায় কয়টি ফসল উৎপন্ন হয়? 

    Answer
    বাংলাদেশের বেশির ভাগ এলাকায় বছরে তিনটি ফসল উৎপন্ন হয়।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd