1. Question:নিচের কবিতাটির কবির নাম কী? 

    Answer
    কবিতাটির কবির নাম মদনমোহন তর্কালঙ্কার।






    1. Report
  2. Question:নিচের কবিতাটির প্রথম দুই লাইন লেখো। 

    Answer
    সকালে উঠিয়া আমি মনে মনে বলি
    সারা দিন আমি যেন ভালো হয়ে চলি।






    1. Report
  3. Question:আমরা সাবধানে কী সামলিয়ে রাখব? 

    Answer
    আমরা সাবধানে লোভ সামলিয়ে রাখব।






    1. Report
  4. Question:সকালে উঠে আমরা মনে মনে কী বলব? 

    Answer
    সকালে উঠে আমরা মনে মনে বলব, আমরা যেন সারাদিন ভালো হয়ে চলতে পারি।






    1. Report
  5. Question:গুরুজনের আদেশ কীভাবে পালন করতে হবে? 

    Answer
    গুরুজনের আদেশ ভালো মনে পালন করতে হবে। তাঁরা যা বলেন তা সঠিকভাবে করতে হবে।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd