Question:কার নির্দেশে বাংলাদেশে দানবীয় গণহত্যা হয়?
Answer
পাকিস্তানিদের সেনানায়ক ইয়াহিয়ার নির্দেশে বাংলাদেশে দানবীয় গণহত্যা হয়।
Question:কার নির্দেশে বাংলাদেশে দানবীয় গণহত্যা হয়?
পাকিস্তানিদের সেনানায়ক ইয়াহিয়ার নির্দেশে বাংলাদেশে দানবীয় গণহত্যা হয়।
Question:কামরুল হাসানের বাবা ও মায়ের নাম কী?
কামরুল হাসানের বাবার নাম মোহাম্মদ হাশিম ও মায়ের নাম আলিয়া খাতুন।
Question:কামরুল হাসান ছবি আঁকার পাশাপাশি আর কী কী করতেন?
কামরুল হাসান ছবি আঁকার পাশাপাশি শরীরচর্চা করতেন। এছাড়া তিনি দেশসেবক তরুণদের সংগঠন ব্রতচারীদের দলে যুক্ত হয়েছিলেন।
Question:কামরুল হাসানের ছবিতে কী ফুটে উঠেছে?
কামরুল হাসানের ছবিতে মানুষ ও দেশেল প্রতি ভালোবাসা ফুটে উঠেছে।