Question:শুক্রবারে আমাদের স্কুল ______ থাকে।
Answer
বন্ধ
Question:শুক্রবারে আমাদের স্কুল ______ থাকে।
বন্ধ
Question:দরুইন গ্রামে মুক্তিযোদ্ধাদের দলে কয়জন সৈন্য ছিল?
দরুইন গ্রামে মুক্তিযোদ্ধাদের দলে কয়জন সৈন্য ছিল। ১৭ই এপ্রিল মোস্তফা কামাল খবর পেলেন পাকিস্তানি হানাদার বাহিনী কুম্ল্লিার আখাউড়া রেললাইন ধরে এগিয়ে আসছে। তারা চাইছে, মুক্তিবানিনীকে ধ্বংশ করে ব্রাক্ষ্মণবাড়িয়া দখল করতে।
Question:মুুক্তিযোদ্ধারা কখন স্বস্তির নিঃশ্বস ফেললেন?
১৭ই এপ্রিল পাকিস্তানি বাহিনী গোলাকভর্ষণ শুরু করলে মুক্তিসেনা ভাবনায় পড়ে গেলেন। দুদিন ধরে তাদের খাবার সরবরাহ বন্ধ ছিল। এরকম অবস্থায় বাড়তি কয়েকজন সেনা দরুইনে এসে পৌছল। সেই সঙ্গে খাবারও এলো। তখন তারা স্বস্তির নিঃশ্বাস ফেললেন।
Question:১৬ই এপ্রিল মোস্তফা কামাল কিসের খবর পেলেন?
১৬ই এপ্রিল মোস্তফা কামাল খবর পেলেন পাকিস্তানি হানাদার বাহিনী কুমিল্লার আখাউড়া রেললাইন ধরে এগিয়ে আসছে। তারা চাইছে, মুক্তিবাহিনীকে ধ্বংস করে ব্রাক্ষ্মণবাড়িয়া দখল করতে।
Question:মু্ক্তিসেনারা খখন স্বস্তির নিঃশ্বাস ফেলেন?
১৭ই এপ্রিল পাকিস্তানি বাহিনী গোলাবর্ষণ শুরু করলে মুক্তিসেনারা ভাবনায় পড়ে গেলেন। দুদিন ধরে তাদের খাবার সরবরাহ বন্ধ ছিল। এরকম অবস্থায় বাড়তি কয়েকজন সেনা দরুইনে এসে পৌঁছল। সেই সঙ্গে খাবারও এলো। তখন তারা স্বস্থির নিঃশ্বাস ফেললেন।