1. Question:আমগাছে ডালে কী ছিল? 

    Answer
    আমগাছের ডালে বড় একটা মৌচাক ছিল।






    1. Report
  2. Question:গাছের ফল ধরে কীভাবে? 

    Answer
    পাখি, পিঁপড়ে ও মৌমাছিরা ফুলে ফুলে ঘোরে। মধু খাওয়ার সময় এক ফুলের রেণু অন্য ফুলের রেণুর সঙ্গে মিলে যায়। এভাবেই গাছে ফল ধরে।






    1. Report
  3. Question:বাংলাদেশের ষড়ঋতু সম্পর্কে পাঁচটি বাক্য লেখো। 

    Answer
    বাংলাদেশের ষড়ঋতু সম্পর্কে পাঁচটি বাক্য-
    ১। বাংলাদেশে গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত এ ছয়টি ঋতু রয়েছে।
    ২। প্রতিটি ঋতুতে নানা রকমের ফুল ও ফল পাওয়া যায়।
    ৩। গ্রীষ্ম কালে পাকা আম খেতে আমরা খুব পছন্দ করি।
    ৪। হেমন্তকালে কৃষকরা নতুন ফসল ঘরে তোলে।
    ৫। বসন্তকালকে ঋতুরাজ বলা হয়।






    1. Report
  4. Question:৫টি বাক্যে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা দাও। 

    Answer
    বাংরাদেশের প্রকৃতি আমাদের মুগ্ধ করে। এদেশের প্রকৃতি প্রধানত সবুজ। গাছ-লতাপাতা, ফসলের মাছ সর্বত্রই সবুজের ছড়াছড়ি। সবুজ পাহাড়, নদী-নালা, সমুদ্র সবকিছু মিলেই আমাদের প্রকৃতি। ষড়ঋতুর বৈচিত্র্যে, নানা ফুল ও ফলে এদেশেল প্রকৃতি হয়ে ওঠে আরও বেশি সুন্দর।






    1. Report
  5. Question:‘এদেশের জন্মগ্রহণ করে আমরা গর্ববোধ করি’- বুজিয়ে লেখো। 

    Answer
    বাংলাদেশ আমাদের প্রিয় মাতৃভূমি। এদেশের ঋতুবৈচিত্র্যে প্রকৃতিতে আসে নানা পরিবর্তন। প্রাকৃতিক সৌন্দর্যেও বাংলাদেশের তুলনা হয় না। প্রকৃতির সবকিছুই আমাদের অত্যন্ত আপন। এছাড়াও আমরা সবাই একে অন্যের সাথে মিলেমিশে থাকতে পছন্দ করি। এজন্য এদেশে জন্মগ্রহণ করে আমরা গর্ববোধ করি।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd