1. Question:তালগাছ মনে মনে কাকে ডানা ভাবে? নিচের অনুচ্ছেদটি পড়ে উত্তর দাও : 

    Answer
    তালগাছ মনে মনে পাতাগুলোকে ডানা ভাবে।






    1. Report
  2. Question:তালগাছ পাখা চায় কেন? নিচের অনুচ্ছেদটি পড়ে উত্তর দাও : 

    Answer
    তালগাছের উড়ে যাবার সাধ জাগে। এ কারণে সে পাখা চায়।






    1. Report
  3. Question:বাসা ফেলে তালগাছ আর যায় না কেন? নিচের অনুচ্ছেদটি পড়ে উত্তর দাও : 

    Answer
    হাওয়া থেমে গেলে পৃথিবীকে তালগোছের আপন মনে হয়। এ কারণে সে তার বাসা ফেলে আর যায় না।






    1. Report
  4. Question:কবিতাংশটির কবির নাম কী? নিচের অনুচ্ছেদটি পড়ে উত্তর দাও : 

    Answer
    কবিতাংশটি কবির রবীন্দ্রনাথ ঠাকুর।






    1. Report
  5. Question:কবিতাংশটি কোন কবিতার অংশ? নিচের অনুচ্ছেদটি পড়ে উত্তর দাও : 

    Answer
    কবিতাংশটি ‘তালগাছ’ কবিতার অংশ।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd