Question:মামুমাদের রিকশা থেকে গেল কেন? আম্মা তাকে এ ব্যাপারে কী বলেছিলেন? নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নটির উত্তর দাও :
Answer
রাস্তার লাল বাতি জ্বালার কারণে মাসুমাদের রিকশা থেমে গেল। মাসুমার আম্মা বললেন যে, লাল আলো জ্বললে যানবাহন চলা থেকে যায়। এরপর হলূদ আলো জ্বলে, এর অর্থ অপেক্ষা করা তাপপর সবুজ আলো জ্বলে। এসময় আবার যানবাহন চলাচল শুরু হয়। রাস্তা সঠিক ভাবে পারাপার হওয়ার জন্য ট্রাফিকের এই নিয়মগুলো মাসুমার মা তাকে বোঝালেন।