1. Question:মামুমাদের রিকশা থেকে গেল কেন? আম্মা তাকে এ ব্যাপারে কী বলেছিলেন? নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নটির উত্তর দাও : 

    Answer
    রাস্তার লাল বাতি জ্বালার কারণে মাসুমাদের রিকশা থেমে গেল। মাসুমার আম্মা বললেন যে, লাল আলো জ্বললে যানবাহন চলা থেকে যায়। এরপর হলূদ আলো জ্বলে, এর অর্থ অপেক্ষা করা তাপপর সবুজ আলো জ্বলে। এসময় আবার যানবাহন চলাচল শুরু হয়। রাস্তা সঠিক ভাবে পারাপার হওয়ার জন্য ট্রাফিকের এই নিয়মগুলো মাসুমার মা তাকে বোঝালেন।






    1. Report
  2. Question:পথচারী পারাপারের জায়গা সম্পর্কে আম্মা মাসুমাকে কী বলেছিলেন? নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নটির উত্তর দাও : 

    Answer
    পথচারী পারাপার সর্ম্পকে আম্মা মাসুমাকে বললেন, মানুষ যাতে সহজে নিয়মের সাথে রাস্তা পার হতে পারে সেজন্য রাস্তায় দাগ কেটে সংকেত দেওয়া হয। লালবাতি জ্বলল যানবাহন চলাচল যখন থেমে যায় তখন মানুষ দাগ কাটা এ জায়গা দিয়ে রাস্তা পার হয়।






    1. Report
  3. Question:জেব্রাক্রসিং ছাড়াও লোকজন আর কীভাবে নিরাপদে রাস্তা পার হতে পারে? সে সম্পর্কে লেখো। নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নটির উত্তর দাও : 

    Answer
    জেব্রাক্রসিং ছাড়াও লোকজন ফুটওভারব্রিজের মাধ্যমে নিরাপদে রাস্তা পার হতে পারে। রাস্তার এপার থেকে ওপারে যাওয়ার জন্য একটু উঁচু সেতুর মতো তৈরি করা হয়। এটাকে বলে ফুটওভার ব্রিজ।






    1. Report
  4. Question:ট্রাফিক সিগন্যালে লাল বাতি জ্বললে কী ঘটে? 

    Answer
    ট্রাফিক সিগন্যালে লাল বতি জ্বললে গাড়ি সম্পূর্ণ থেমে যায়। তখন পথচারীরা রাস্তা পার হতে পারে।






    1. Report
  5. Question:ট্রাফিক সিগন্যালে লাল বাতি জ্বললে কী ঘটে? 

    Answer
    ট্রাফিক সিগন্যালে লাল বাতি জ্বললে গাড়ি সম্পূর্ণ থেমে যায়। তখন পথচারীরা রাস্তা পার হতে পারে।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd