Question:বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় তোমার পছন্দের খেলাগুলো সম্পর্কে পাঁচটি বাক্য লেখো।
Answer
১। ‘যেমন খুশি তেমন সাজো’ খেলায় ইচ্ছেমতো সাজা যায়। ২। মারবেল দৌড় খেলায় মুখে মারবেল নিয়ে সকলে প্রথম হওয়ার জন্য সাবধানে দৌড়াতে থাকে। ৩। এক পা মাটিতে এবং অন্য পা হাত দিয়ে পিছনে ভাঁজ করে ধরে রেখে লড়াই খেলতে হয়। ৪। মনে রাখার খেলায় যার স্মরণশক্তি বেশি সেই জিততে পারে। ৫। বস্তা দৌড় খেলাতে দুই পা বস্তার মধ্যে রেখে, ব্যাঙের মতো লাফিয়ে সামনে এগোতে হয়।