1. Question:বড় কে? 

    Answer
    লোকে যাকে বড় বলে সেই বড় হয়।






    1. Report
  2. Question:সংসারে কীভাবে বড় হওয়া যায়? 

    Answer
    বড় হতে হলে আগে নিজেকে ছোট ভাবতে হয়। বড় গুণের অধিকারী হতে হয়। সেই গুণকে সবার জন্যভালো কাজে ব্যবহার করতে হয়। তবেই সংসারে বড় হওয়া যায়।






    1. Report
  3. Question:কাকে সকলে বড় মনে করে? 

    Answer
    যার ভালো গুণ আছে এবং যে অহংকার করে না তাকেই সকলে বড় মনে করে।






    1. Report
  4. Question:প্রকৃত ছোটলোক কে? নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নটির উত্তর দাও : 

    Answer
    নিজেকে যে বড় বলে দাবি করে সেই প্রকৃত ছোটলোক।






    1. Report
  5. Question:কীসের দ্বারা মানুষ বড় হয়ে ওঠে? নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নটির উত্তর দাও : 

    Answer
    সততা, বিশ্বাস ও ভালো গুণের দ্বারা মানুষ সমাজে বড় হয়ে ওঠে। সৎ মানুষকে সবাই বিশ্বাস করে ও ভালোবাসে।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd