Question:শিক্ষার্থীরা কী দিয়ে রাইফেল তৈরি করল?
Answer
শিক্ষার্থীরা শক্ত আর্টবোর্ড দিয়ে রাইফেল তৈরি করল।
Question:শিক্ষার্থীরা কী দিয়ে রাইফেল তৈরি করল?
শিক্ষার্থীরা শক্ত আর্টবোর্ড দিয়ে রাইফেল তৈরি করল।
Question:জাতীয় পতাকার স্থান কোথায়?
জাতীয় পতাকার স্থান সবার ওপরে।
Question:ক্লাসের সবাই বৃহস্পতিবারের অপেক্ষায় থাকে কেন?
বৃহস্পতিবারে শেষের দুই পিরিয়ডে কখনো গান শেখানো হয় আবার কখনো শ্রেণিকক্ষ সাজানো হয়। কোনোদিন আবার বাগানের যত্ন নেওয়া হয়। সে সময়টা হাসি আনন্দে কাটে বলে সবাই বৃহস্পতিবারের অপেক্ষায় থাকে।
Question:শ্রেণিকক্ষ সাজাতে কে কে কাজ করল?
শ্রেণিকক্ষ সাজাতে রূপা আপামনি, তিথি, রুনু, নীলা, আনিস, রবি, পারুল, রেবা, শেলি, সালমা ও শাহীন কাজ করল।
Question:শ্রেণিকক্ষ সাজানো জন্য কী কী ব্যবহার করা হয়েছিল?
শ্রেণিকক্ষ সাজানোর জন্য আর্টবোর্ড, রঙিন কাগজ, কাঁচি, আঁঠা, রাংতা ও রংপেন্সিল ব্যবহার করা হয়েছিল।