1. Question:আল্লাহ তায়ালার চারটি গুণের নাম লেখ। 

    Answer
    আল্লাহ তায়ালার চারটি গুণের নাম হলো-
    ১. আল্লাহু খালিকুন - অর্থ আল্লাহ স্রষ্টা।
    ২. আল্লাহু রাব্বুন - অর্থ আল্লাহ পালনকারী।
    ৩. আল্লারাজ্জাকুন - অর্থ আল্লাহ পালনকারী।
    ৪. আল্লাহ রাহমান - অর্থ আল্লাহ দয়ালু।






    1. Report
  2. Question:মহান আল্লাহর পাঁচটি সৃষ্টির নাম লেখ। 

    Answer
    মহান আল্লাহর পাঁচটি সৃষ্টির নাম হলো-
    ১. মানুষ; ২. পাহাড়-পর্বত; ৩. নদীনালা; ৪. গাছপালা; ৫. পশুপাখি।






    1. Report
  3. Question:ইমান কাকে বলে? 

    Answer
    মহান আল্লাহ এক। তাঁর কোনো শরিক নেই। তাঁর সাথে কারো তুলনা হয় না। তিনি সবকিছু জানেন, শোনেন ও দেখেন। তিনিই আমাদের মাবুদ। হযরত মুহাম্মদ (স) আল্লাহর রাসুল। এসব মনে প্রাণে বিশ্বাস করাকে ইমান বলে।






    1. Report
  4. Question:‘আল্লাহু খলিকুন’ অর্থ কী? 

    Answer
    ‘আল্লাহু খলিকুন’ অর্থ- আল্লাহ সৃষ্টা।






    1. Report
  5. Question:হাত, পা না থাকলে আমাদের কী অসুবিধা হতো? 

    Answer
    হাত না থাকলে আমরা কিছু ধরতে পারতাম না। পা না থাকলে হাঁটতে পারতাম না।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd