1. Question:আমরা কেন পাকসাফ থাকব? 

    Answer
    পাকসাফ থাকলে শরীরে রোগজীবাণুর আক্রমণ হবে না। আমরা সুস্থ্য থাকব। এজন্য আমরা পাকসাফ থাকব।






    1. Report
  2. Question:নিয়মিত ওযু করলে চেখের কী উপকার হয়? 

    Answer
    নিয়মিত ওযু করলে চোখ পরিষ্কার থাকে।






    1. Report
  3. Question:দিনে কত বার সালাত আদায় করতে হয়? 

    Answer
    দিনে পাঁচবার সালাত আদায় করতে হয।






    1. Report
  4. Question:রুকু ও সিজদার মাধ্যমে কী উপকার পাওয়া যায়? 

    Answer
    রুকু ও সিজদা সঠিকভাবে করলে সালাত শুদ্ধ হবে।






    1. Report
  5. Question:সানা অর্থসহ লিখ। 

    Answer
    সুবহানাকাল্লাহুম্মা ওয়াবিহামদিকা ওয়াতাবারাকাসমুকা ওয়অ তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গাইরুকা।
    অর্থ : হে আল্লাহ! তুমি পাক, তোমরই জন্য সকল প্রশংসা। তোমার নাম পবিত্র এবং বরকতময়। তুমি অতি মহান। তুমি ছাড়া আর কোনো মাবুদ নেই।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd