1. Question:পাকসাফ থাকলে কী উপাকার হয়? 

    Answer
    পাকসাফ থাকলে অনেক অসুখ-বিসুখ থেকে রক্ষা পাওয়া যায়। ‍ধুলোবালি থেকে বাঁচা যায়। আমাদের শরীর ও কাপড়-চোপড় পাক-পবিত্র রাখা দরকার। শরীর ও কাপড়-চোপড় পাকসাফ থাকলে মন ভালো থাকে। কুরআন মাজিদে আছে, নিশ্চয়ই আল্লাহ তওবাকারীকে আর পাক-পবিত্র লোকদের ভালোবাসেন। যাঁরা পাকসাফ থঅকেন আল্লাহ তায়ালা তাঁদের ভালোবাসেন। সবাই তাঁদের ভালোবাসেন। আমরা আল্লাহর কথা  মানব, পাকসাফ থাকব।






    1. Report
  2. Question:চোখ পরিষ্কার রাখঅর উপায় কী? 

    Answer
    চোখ পরিষ্কার রাখতে ঘুম থেকে উঠে পানি দিয়ে চোখ ধুতে হবে। চোখের পিঁছুটি ভালোভাবে সাফ করতে হবে। চোখে হাত লাগানো বন্ধ করতে হবে। সবু শাকসবজি বেশি বেশি খেতে হবে। নিয়মিত ওযু করে সালাত আদায় করলে চোখ পরিষ্কার থাকে।






    1. Report
  3. Question:ওযুর নিয়ম লেখ। 

    Answer
    ওযুতে পরপর কতগুলে কাজ করতে হয়, এগুলোকে ওযুর নিয়ম বলে। যেমন- ১. নিয়ত করা; ২. বিসমিল্লাহ বলে ওযু শরু করা; ৩. কবজি পর্যন্ত দুই হাত তিনবার ধোয়া। ৪. তিনবার কুলি করা; ৫. দাঁত মাজা অথবা আঙুল দিয়ে দাঁত পরিষ্কার করা। ৬. পানি দিয়ে তিনবার নাক  সাফ করা। ৭. সমস্ত মুখ তিনবার ধোয়া; ৮ কনুইসহ প্রথমে ডান পরে বাম হাত তিনবার ধোয়া। ৯. মাথা, কান ও ঘাড় একবার মাসেহ করা। ১০. গিরাসহ প্রথমে ডান ও পরে বাম পা তিনবার ধোয়া। ১১. ওযু শেষ করার পর কালেমা শাহাদাত পড়া।






    1. Report
  4. Question:ওযুর ফরজ কয়টি ও কী কী? 

    Answer
    ওযুর ফরজ চারটি। এগুলোর কোনো একটি বাদ গেলে ওযু হয় না। যথা-
    ১. সমস্ত মুখমন্ডল একবার ধোয়া।
    ২. কনুইসহ দুই হাত একবার ধোয়া।
    ৩. মাথার চার ভাগের একভাগ একবার মাসহ করা।
    ৪. গিরাসহ দুই পা একবার ধোয়া।






    1. Report
  5. Question:দিনে-রাতে কয়বার সালাত আদায় করতে হয়? ওয়াক্তগুলোর নাম লেখ। 

    Answer
    আল্লাহ তায়ালার ইবাদতের মাঝে সর্বপ্রধান হলো সালাত। দিনে-রাতে পাঁচবার সালাত আদায় করতে হয়। সালাতের ওয়অক্তগুলোর নাম হলো- ১. ফজর; ২. জোহর; ৩. আসর; ৪. মাগরিব; ৫. ইশা।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd