1. Question:ওযু করার পাঁচটি নিয়ম লিখ। 

    Answer
    সব কাজেরই যেমন নিয়ম আছে তেমনি ওযু করারও নিয়ম আছে। এর মধ্যে প্রধান পাঁচটি নিয়ম হলো-
    ১. বিসমিল্লাহ বলে শুরু করা।
    ২. তিনবার কুলি করা।
    ৩. সমস্ত মুখ তিনবার ধোয়া।
    ৪. মাথা, কান ও ঘাড় একবার মাসহ করা।
    ৫. গিরাসহ দুই পা একবার ধোয়া।






    1. Report
  2. Question:চোখের পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার পাঁচটি নিয়ম লিখ। 

    Answer
    চোখের পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার পাঁচটি নিয়ম নিম্নরূপ-
    ১. চোখে কখনো হাত লাগানো যাবে না।
    ২. ঘুম থেকে উঠে পানি দিয়ে চোখ ধুতে হবে।
    ৩. চোখের পিঁচুটি ভালোভাবে সাফ করতে হবে।
    ৪. বেশি বেশি সবুজ শাকসবজি খেতে হবে।
    ৫. এছাড়া নিয়মিত ওযু করে সালাত আদায় করলে চোখ পরিষ্কার থাকে।






    1. Report
  3. Question:পাঁচটি বাক্যে রূকু করার নিয়ম লিখ। 

    Answer
    পাঁচটি বাক্যে রূকু করার নিয়ম হলো-
    ১. সালাতে সূরা ফতিহা ও অন্য একটি সূরা বা আয়াত পড়ার পর মাথা ঝুঁকাব।
    ২. দু্ই হাত দুই হাঁটুর উপর রাখব।
    ৩. মাথঅ, পিঠ ও কোমর এক বরাবর রাখব।
    ৪. কনুই পাঁজর থেকে ফাঁক করে রাখব।
    ৫. রূকু থেকে সামিআল্লাহু লিমান বলে ভালোভাবে সোজা হয়ে দাঁড়াব।






    1. Report
  4. Question:আব্বা-আম্মা খুশি থাকলে কী লাভ হয়? 

    Answer
    আব্বা-আম্মা খুশি থাকলে আল্লাহ খুশি হবেন। আল্লাহ সন্তুষ্ট থাকবেন। আমরা জান্নাত পাব।






    1. Report
  5. Question:সহপাঠীর অসুখ হলে কী করব? 

    Answer
    সহপাঠীর অসুখ হলে দেখতে যাব। সেবা করব। সাহস দেব। সান্তনা দেব।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd